সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

তিতাসের প্রি–পেইড মিটার স্থাপনে ধীরগতি কেন

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৪:০৯ পিএম

প্রি-পেইড গ্যাস মিটারে আবাসিক গ্রাহকের খরচ কমে ৩০ ভাগ পর্যন্ত। জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়লেও মিটার স্থাপনে দীর্ঘসূত্রতা রয়ে গেছে। তিতাস বলছে, শতভাগ গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনতে কমপক্ষে ৫ বছর লাগবে। আর বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি বিল আদায়ের সুযোগ নিতেই মিটার স্থাপনে ধীরে চলো নীতি প্রতিষ্ঠানটির। 

তিতাসের প্রিপেইড মিটার গ্রাহকদের দুই চুলার সংযোগে মাসিক খরচ ৭০০ থেকে সাড়ে ৮০০ টাকার মত। যেখানে মিটারহীন গ্রাহকদের গুণতে হচ্ছে নির্ধারিত ১ হাজার ৮০ টাকা। গ্যাস সংকটে থাকা গ্রাহকদের খরচ বাড়ে আরও। 

একজন গ্রাহক বলেন, ‘সরকারকে গ্যাসের বিল দিয়ে কি লাভ? আমাদের তো সিলিন্ডার কিনে আনতে হচ্ছে। বাসায় তো গ্যাসই থাকে না।’ 

মিটারে গ্রাহকরা সুবিধা পেলেও, এর আওতা বাড়ছেনা প্রত্যাশিত গতিতে। তিতাসের মোট আবাসিক গ্রাহক ২৬ লাখের মতো। এরমধ্যে ৪ লাখ ২০ হাজার সংযোগে প্রিপেইড মিটার স্থাপনেই সময় লাগে ৯ বছর। ২০১৫ সালে হাতে নেয়া প্রকল্প ৩ দফা সংশোধনের পর শেষ হয় চলতি বছরের জুন মাসে। 

বিইআরসির সাবেক সদস্য মকবুল-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘কথা ছিল এটা প্রাইভেট কোম্পানিগুলোর মতো, লাইক ডিপিডিসি মিটার আনবে। তাদের নির্দিষ্ট ঠিকাদার আছে, সেই ঠিকাদার এটা লাগিয়ে দিচ্ছে। যার কারণে অল্প সময়ের মধ্যে মিটারগুলো বসেছে। মিটার না আসার একটাই কারণ এগুলো আসলে তিতাসের লস।’ 

তিতাস বলছে, বিশ্বব্যাংকের অর্থায়নে ১১ লাখ আর এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় সাড়ে ৬ লাখ প্রিপেইড মিটার স্থাপনের দুই প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। ৬ হাজার ২৩৪ কোটি টাকায় প্রকল্পগুলো বাস্তবায়ন হবে ২০২৮ সালের মধ্যে। 

কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ্ বলেন, ‘এখন ২০২৪, আছে আর ৪ বছর। এ সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব। সব গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়া হবে। বাধ্য করা হবে প্রিপেইড মিটার নিতে।’ 

তিতাস সূত্রে জানা গেছে, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) সাড়ে ৩ লাখ প্রিপেইড মিটার স্থাপনে অর্থায়নের প্রস্তাব দিয়েছে। 

আগামী জুনের মধ্যে ঋণের সব শর্ত পূরণ করে আইএমএফ চতুর্থ কিস্তির অর্থ ছাড় পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের...
অর্থনীতির জন্য বিষফোড়ার মত অনেক প্রকল্প অনুমোদন করেছে বিদায়ী সরকার। পায়রা সমুদ্রবন্দর তার মধ্যে অন্যতম বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে তিনি জানান,...
আগামী ৭ এপ্রিল দেশে শুরু হবে ৩ দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী...
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে সুষ্ঠুভাবে উত্তরণ নিশ্চিত করার জন্য যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার। এমন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহম্মদ খান। একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে...
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.