সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

তিতাসের প্রি-পেইড মিটার প্রকল্প: যন্ত্রপাতির দাম ২ থেকে ৬ গুণ বেশি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম

তিতাসের ৬ হাজার ২৩৪ কোটি টাকার প্রি-পেইড মিটার প্রকল্পে যন্ত্রপাতির দাম ধরা হয়েছে বাজারদরের চেয়ে ২ থেকে ৬ গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দেশি-বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগসাজশেই অতিরিক্ত ব্যয়ের এই হিসাব। যদিও প্রকল্প পরিচালক দাবি করছেন, প্রতিযোগিতামূলক নিলামে যৌক্তিক দামেই হবে কেনাকাটা।

বিশ্বব্যাংকের অর্থায়নে ১১ লাখ আর এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে সাড়ে ৬ লাখ প্রিপেইড মিটার স্থাপনে তিতাসের দুই প্রকল্প চলমান। শেখ হাসিনা সরকারের আমলে একনেকে অনুমোদন হওয়া মোট ৬ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প দুটির কেনাকাটার দরপত্রের প্রস্তুতি চলছে।

জাইকার অর্থায়নে আগের প্রকল্পে মিটারের দাম ছিল ১৭ হাজার টাকা। যার সঙ্গে যন্ত্রপাতি ও সংযোজনে গ্রাহকের ব্যয় ছিল দুই হাজার টাকা পর্যন্ত। কিন্তু এবারের প্রকল্পে মিটারপ্রতি মোট ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার টাকা। 

তিতাস স্মার্ট মিটারিং প্রজেক্টের (এডিবি ফাইন্যান্সড) প্রকল্প পরিচালক মুহাম্মদ আবুল কাওছার বলেন, ‘১৫ হাজারের কিছু বেশি টাকা দাম ধরা আছে মিটারে। বাকি খরচ যাবে মিটার লাগানোর ক্ষেত্রে। যেখানে মিটার লাগাতে গ্রাহককে কোনো আর্থিক লেনদেন করতে হবে না। এ কারণে আপাত দৃষ্টিতে খরচ আগের প্রজেক্টের চেয়ে বেশি লাগছে।’

আন্তর্জাতিক মার্কেট প্লেসে দেখা যায়, গ্যাসের স্মার্ট প্রিপেইড মিটারের দাম ৩০ থেকে ৬০ ডলারের মধ্যে। এছাড়া বল ভাল্ব, রেগুলেটরের দাম পড়ে ২ থেকে ৪ ডলার। তিতাসের প্রকল্পে এসব যন্ত্রাংশের দাম ধরা হয়েছে কয়েকগুণ বেশি। 

বিইআরসির সাবেক সদস্য মকবুল-ই-ইলাহী চোধুরী বলেন, ‘হাউজ হোল্ড গ্যাস মিটারের দাম ৩৫ থেকে ৫০ ডলারের বেশি না। এখন আপনি যদি মানুষকে এভাবে চুরি করার সুযোগ দেন, ডাকাতি করার সুযোগ দেন, আপনি যদি এখানে না তাকায় দেখেন তাহলে এগুলো চলতেই থাকবে। এগুলোর সঙ্গে বিদেশিরাও জড়িত, আমাদের লোকজনও জড়িত।’

বেসরকারিখাতে প্রিপেইড মিটার আমদানি ও খোলাবাজারে বিক্রির সুযোগ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতির সুযোগ নিতেই মিটারের স্পেশিফিকেশনে জটিলতা আনা হয়। যার ইঙ্গিত মেলে প্রকল্প পরিচালকের কথাতেও।  

ভিডিও দেখুন:মুহাম্মদ আবুল কাওছার বলেন, ‘অনলাইন মার্কেট প্লেস থেকে খুঁজে আমাদের আনা মিটারের দাম পাবেন না। হয় এনএফসি কার্ড ভিত্তিক বা সিম ভিত্তিক পাওয়া যায়।’

মকবুল-ই-ইলাহী চোধুরী বলেন, ‘প্রিপেইড মিটার কিনতে এমন একটি স্পেসিফিকেশন তৈরি করা হয়েছে যা জাপানের কোনো কোম্পানির কাছে নেই। একটাই মাত্র কোম্পানি করছে, ওই দামেই আমাদের কিনতে হয়েছে।’

প্রিপেইড মিটার স্থাপনের দুই প্রকল্পে ৪৫ মাসের জন্য ১৬টি গাড়ি ভাড়ায় ব্যয় হবে প্রায় ১১ কোটি টাকা। বিভিন্ন খাতে এমন অতিরিক্ত ব্যয়ের ফলে নতুন গ্রাহকদের গুণতে হতে পারে বাড়তি মিটার ভাড়া।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এক বছরে এ হিসাবে জমা টাকা বেড়েছে ১২০ কোটি টাকা বা ২ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে কৃষক ও তৈরি পোশাক শ্রমিকদের ব্যাংক হিসাব ও আমানত সবচেয়ে বেশি। 
২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে এখনো অনেক সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে না উন্নয়ন পরিকল্পনার ঘাটতির কারণে। রাজধানীর আগারগাঁওয়ে এসডিজি...
মার্চের প্রথম ১৯ দিনে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৭৮ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এই তথ্য...
খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি তেমন কাজে আসবে না বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এর পুরোপুরি সুবিধা পেতে এককালীন শোধের পরিমাণ কমানোর পাশাপাশি, আন্তর্জাতিক মানের এক্সিট পলিসি চান তারা।...
নীল সমুদ্র, পাহাড়ের ছায়া, সুবিস্তৃত বালিয়াড়ি, সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির এক খোলা চিত্রকর্ম। প্রতি বছর হাজারো পর্যটক ছুটে যান এই সমুদ্র শহরে। এবারের ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন...
সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের আন্দোলনকে এক কাতারে রাখার পক্ষে নয় বিএনপি। রোববার জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া লিখিত প্রস্তাবে দলটি তাদের এ অবস্থানের কথা জানিয়েছে দলটি। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.