মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলস আধুনিকায়নে প্রাধান্য দিয়ে সুপারিশ জমা দিয়েছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। সোমবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে খসড়া সুপারিশ জমা দেওয়া হয়। টাস্কফোর্সের সদস্যরা জানান, এসব সুপারিশ বাস্তবায়ন হলে শেয়ার বাজার ও বিনিয়োগকারীরা উপকৃত হবেন। পাশাপাশি সংস্কার প্রক্রিয়া আরো গতিশীল হবে।
বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে গত বছরের ৭ অক্টোবর পাঁচ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মোট ১৭টি কার্যপরিধি নিয়ে কাজ শুরু করে টাস্কফোর্স। প্রায় ৪ মাস পর সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলস আইনকে প্রাধান্য দিয়ে সুপারিশ বিএসইসিতে জমা দেয় টাস্কফোর্স। এতে বলা হয়, সুপারিশগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার নিশ্চিত হবে।
পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য অধ্যাপক আল আমিন বলেন, ‘এমনিতে বিনিয়োগ করেছে, যার মার্জিন ছিল না তার হয়তো ক্ষতিকরেছে। যার মার্জিন ছিল না তাকে হয়তো ক্ষতি মেন নিতে হয়েছে।’
বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে সুপারিশগুলো বাস্তবায়নে বিএসইসি দ্রুত পদক্ষেপ নেবে বলে জানান টাস্কফোর্সের সদস্য।
অধ্যাপক আল আমিন বলেন, ‘এখন যেহেতু রাজনৈতিক কোনো চাপ নেই, সেক্ষেত্রে এটা বাস্তবায়ন হলে বাজারের জন্য দীর্ঘ মেয়াদি ভালো হবে।’
পুঁজিবাজারের সংস্কারে কার্যকর উদ্যোগ নিতে টাস্কফোর্সের সঙ্গে একমত হয়েছে নিয়ন্ত্রক সংস্থা।