আবারো বাড়ল স্বর্ণের দাম। চলতি বছর এই নিয়ে টানা ৬ বারে ১১ হাজার ৫২৪ টাকা বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। এখন ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে ভরিপ্রতি দেড় লাখ টাকা গুনতে হবে ক্রেতাদের।
মঙ্গলবার থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়েছে।
এই দফায় ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে দাম ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ১ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
ভূ-রাজনৈতিক অস্থিরতা, মার্কিন বাণিজ্যনীতির প্রভাবে বিশ্বে স্বর্ণের বাজারে উর্ধ্বমুখী, যার প্রভাবে দেশের বাজারেও দাম বেড়েছে বলে জানিয়েছে বাজুস।