সেকশন

শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
Independent Television
 

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১০ পিএম

অপচয় রোধে ঈদ উপলক্ষে নতুন টাকার নোটেও থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আগামী ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত মিলবে নতুন নোট। ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশের ব্যাংকের বিভিন্ন কার্যালয় থেকে গ্রাহকরা নিতে পারবেন নতুন টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, শেখ মুজিবের ছবি সংবলিত বিপুল নোট ছাপানো আছে। তাই বাতিল করলে বিশাল অর্থের অপচয় হবে।

ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাজারে নতুন নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকরা নিতে পারবেন ৫, ২০ ও ৫০ টাকার নোট। তবে, নতুন এসব টাকাতেও থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

গণঅভ্যুত্থানের ৭ মাস পরও বাজারে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকের ৮০ টি শাখা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যালয় থেকে গ্রাহকরা নিতে পারবেন নতুন নোট।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘যে সকল ব্রাঞ্চে এই টাকাটা ছাড়া হবে সেখানে নির্দেশ দেওয়া আছে যে তারা জনগণের স্বার্থে দৃশ্যমান হয় এমন দৃশ্যমান জায়গায় ছাপিয়ে দেবে নোটিশ আকারে যে কোনো গ্রাহক, কোন নোট কতটি পাবে। অর্থাৎ এখানে ব্যক্তি থেকে ব্যক্তির বিভেদের কোনো সুযোগ নেই।’ 

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অংকের অর্থের অপচয় হবে। তবে, আগামী এপ্রিল থেকে মে নাগাদ জুলাই বিপ্লবের গ্রাফিতির নতুন নোট বাজারে আসবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

আরিফ হোসেন খান বলেন, ‘অপচয়ের বিষয়টাও আমরা মাথায় রেখে পূর্ববর্তী যে ডিজাইন বা বর্তমানে যে বিদ্যমান ডিজাইন আছে সে ডিজাইনেরই ৫ টাকা, ২০ টাকা এবং ৫০ টাকার নোট মোট ৮০টি ব্রাঞ্চের মাধ্যমে বাজারে প্রচলন করব।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোট ছিল ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকার।

২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে এখনো অনেক সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে না উন্নয়ন পরিকল্পনার ঘাটতির কারণে। রাজধানীর আগারগাঁওয়ে এসডিজি...
খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি তেমন কাজে আসবে না বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এর পুরোপুরি সুবিধা পেতে এককালীন শোধের পরিমাণ কমানোর পাশাপাশি, আন্তর্জাতিক মানের এক্সিট পলিসি চান তারা।...
রমজান মাসে মসজিদ ও মাদরাসায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে আরএফএল ওয়াটার পাম্প নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘স্বস্তির প্রার্থনা’। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী দেওয়া হচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে...
চলতি বছরের চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ হাজার ৩০০ কোটি টাকা। এই সময়ের মধ্যে প্রবাসীরা প্রতিদিন গড়ে ১১ কোটি...
২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে তখন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও উদ্বিগ্ন কণ্ঠে বলেছিলেন, ‘আজ ইউক্রেন আক্রান্ত হয়েছে, আগামীকাল পূর্ব এশিয়া আক্রান্ত হতে...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধ্য টিয়াখালী গ্রামে সুদের টাকা পরিশোধ করতে না পেরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ৪০ বছরের যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই মেয়ের ফুফু জোর করে এই বিয়ে দিয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.