সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
Independent Television
 

গ্যাসের দাম নিয়ে গণশুনানি: তোপের মুখে বিইআরসি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে শুরু হওয়া শুনানি বাতিলের দাবি জানান শিল্পোদ্যোক্তারা। এসময় ভোক্তা সংগঠন ক্যাব গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রোববারের মধ্যে খারিজ করার দাবি জানায়। 

দেশে চাহিদার তুলনায় গ্যাসের জোগান কমপক্ষে ২৫ ভাগ কম। শিল্পের বর্ধিত চাহিদা পূরণে আপাতত এলএনজি আমদানিই ভরসা। এতে প্রতি ইউনিটে খরচ পড়ে ৭২ টাকার ওপরে। এজন্য বিতরণ, সঞ্চালন কমিশনসহ নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে সরবরাহ করা প্রতি ইউনিট গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ দশমিক ৭২ টাকার প্রস্তাব করে পেট্রোবাংলা। এরইমধ্যে প্রতিশ্রুতি পাওয়া শিল্পের অনুমোদিত লোডের ৫০ শতাংশের বেশি ব্যবহারে এবং পুরোনো শিল্পের অনুমোদিত লোডের বেশি গ্যাসের ওপর এই দর কার্যকরের প্রস্তাব তাদের।

কয়েক সপ্তাহ আগে থেকেই শিল্প মালিকরা দর বৃদ্ধির প্রস্তাব খারিজ করার দাবি জানান। তারপরও বুধবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানি শুরু করে বিইআরসি। তখন অংশীজনরা তীব্র বিরোধিতা করে বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ ও আর শিল্প খাত। 

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘আপনি একই ইন্ডাস্ট্রি, এক্সিসটিং যা আছে তারা একটা রেটে অপারেট করবে, তার কস্ট একটু কম হবে। যদি সে এক্সপানসনে যায় তার একটা রেট। তার কস্ট ভিন্ন। যদি নতুন হয় তাহলে আরেক রেট। এভাবে কিভাবে কমপিট করবে?’

বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘আপনার অদক্ষতার জন্য আমাদেরকে অদক্ষ উদ্যোক্তা বানিয়ে দেবেন, দেশকে দেউলিয়া করে দেবেন, এটা হতে পারে না। সত্যি যদি দেশের পরিবেশের কথা চিন্তা করে, অর্থনীতির কথা চিন্তা করে, যারা এই কাজগুলো সামনে আনল, তাদের তো প্রস্তাব করা উচিত ছিল কিভাবে এটা ২৩ টাকা–২৪ টাকার মধ্যে আনা যায়।’

ভোক্তাদের সংগঠন ক্যাবের পক্ষে বলা হয়, সরকার জ্বালানি খাতের দুর্নীতি বন্ধের উদ্যোগ নিলে দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। কোনো ভাবে ১০ থেকে ১২ ভাগ সিস্টেম লস গ্রহণযোগ্য নয় বলে মত তাদের। 

ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, ‘কোনো অবস্থাতেই যেন আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া না হয়। ৩ হাজার ৪০০ কোটি টাকা বাড়ানোর জন্য ৩০ টাকা থেকে ৭৫ টাকা করার যে প্রস্তাব সেটা ভয়ংকর রকমের গণবিরোধী।’ 

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে ক্যাবের মানববন্ধন হয় বিয়াম ভবনের সামনে। বুধবার শুনানিতে পাওয়া মতামত পর্যালোচনা করে গ্যাসের দামের সিদ্ধান্ত জানাবে বিইআরসি।

লাগামহীন স্বর্ণের দামে দোকানে বেচাকেনা কমেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন, অনেকেই আসছেন পুরাতন স্বর্ণ বিক্রি করতে। আবার যারা আসছেন, তারাও প্রয়োজনের তুলনায় কিনছেন অনেক কম। 
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হয়ে যাওয়ার পর কার্গো অবকাঠামো বৃদ্ধির পরিকল্পনা করেছে সরকার। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কার্গো পরিবহনে যুক্ত করা হচ্ছে...
রোজায় সাময়িক স্বস্তির পর আবারও বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারে শাক-সবজির পর্যাপ্ত সরবরাহের পরও চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, ঢেড়স, ঝিঙা, কাঁকরোল, করলা, পটলসহ বেশ কিছু মৌসুমি সবজি। কৃষি বিপণন...
আসন্ন বোরো মৌসুমে সরকারিভাবে চাল ও ধানের নতুন দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষক এবং ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন অনেকেই। আবার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবি করে মধ্যরাতে শাহবাগ অবরোধ করেছে একদল শিক্ষার্থী। ‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’ নামের এ কর্মসূচিতে অংশ নেওয়ারা ঢাকা...
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন জানান, শহিদুল নামের এক ব্যক্তির মাধ্যমে তারা কক্সবাজার আসে। এরপর শহিদুল কৌশলে ছয়জনকেই টেকনাফ নিয়ে আটকে রাখে।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার দোহায় এ তথ্য নিশ্চিত করেন।  
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে বর্ণিল বৈশাখী মেলা। আগামী ২৬ এপ্রিল, শনিবার কুয়ালালামপুর মহারাজা লেলা মনোরেল স্টেশনের পাশে কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.