রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে নতুন জাতীয় রাজস্ব নীতি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আলাদা করে দুটি বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এ জন্য অধ্যাদেশের খসড়া তৈরি করেছে এনবিআর। এর মাধ্যমে ৫৩ বছরের এ সংস্থা বিলুপ্ত হবে।
চলতি বছরের জানুয়ারিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি স্বতন্ত্র বিভাগ করার প্রস্তাব অনুমোদিত হয়।
এ দুই বিভাগের সচিব হবেন আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা। চেয়ারম্যান নিয়োগ হবে সার্চ কমিটির মাধ্যমে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খসড়া অধ্যাদেশ অনুযায়ী চেয়ারম্যান এই বোর্ডের প্রশাসন, আর্থিক, উন্নয়ন ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
বুধবার এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, ঈদের আগেই এনবিআর সংস্কার বিষয়ক অধ্যাদেশ জারি হবে। কার্যক্রম শুরু হবে নতুন অর্থবছরের প্রথম থেকেই।