দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের প্রমাণসহ ধরিয়ে দিলে চাকরিচ্যুত করার হুঁশিয়ার করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান। এ সময় তিনি আরও বলেন, ‘কাউকে খাতির করে ছাড় দেওয়া বা কারও ওপর অন্যায়ভাবে ট্যাক্স চাপিয়ে দেওয়ার মতো ঘটনা আর চলতে দেওয়া হবে না।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে প্রাক-বাজেট আলোচনায় এসমব কথা বলেন তিনি।
আগামী বাজেটে কর-সংক্রান্ত সুযোগ-সুবিধার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে কর সুবিধা দিতে নানা প্রস্তাব সহ হাজির হয় বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠন। তাদের অভিযোগ, রাজস্ব কর্মকর্তারা নানাভাবে উদ্যোক্তাদের হয়রানি করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাজস্ব কর্মকর্তাদের ব্যবসাবান্ধব হওয়ার কোনো বিকল্প নেই।’
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান, ‘এই জায়গাগুলোর মধ্যে সুশাসনের অভাব ছিল। এগুলো ধীরে ধীরে আমাদের নজরদারির আওতায় আনছি। সুশাসনের অভাব যে আছে তাতো প্রথমেই স্বীকার করে নিলাম। তবে, এগুলো এখন ঠিক হবে।’
চেয়ারম্যান বলেন, কারও একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের ধরতে ব্যবসায়ীদের ভূমিকা রাখার অনুরোধও জানান তিনি।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘আমার দেশের আঠারো কোটি লোকের যোগ দিতে হবে, তাহলে এখানে দুর্নীতি কমানো যাবে। আমরা প্রত্যকে নিজেরা টেবিল হ্যান্ডেল করে নিজেদের কাজটা করে নিয়ে আসব, বলবো আগে আমি বাঁচি, দেশ জাহান্নামে যাক। তাহলে কিন্তু দুর্নীতি কমবে না।’
রাজস্ব আহরণের চাপ থাকলেও নতুন বাজেটে অগ্রিম আয়কর, ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কাঠামোতে ব্যবসাবান্ধব পরিবর্তন আনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।