দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে। চলতি অর্থবছর এখন পর্যন্ত ৩৮ হাজার ৫১০ কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। শেষ এক মাস ১০ দিনে আগের ছয় মাসের প্রায় দ্বিগুণ ঋণ নিয়েছে সরকার।
চলতি অর্থবছরে গত জানুয়ারি পর্যন্ত ব্যাংক খাত থেকে সরকারের ঋণ ছিল ১৩ হাজার ৫৭১ কোটি টাকা। রাজস্ব আদায় কম হওয়া, সঞ্চয়পত্র থেকে প্রত্যাশিত ঋণ না পাওয়া এবং বিদেশি ঋণ ছাড় কমে যাওয়ায় সরকারের ব্যাংক ঋণ বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
অর্থবছরের শেষার্ধে স্বাভাবিকভাবে সরকারের ব্যাংক ঋণ বাড়ে। তবে, বর্তমান সরকার ব্যয় সংকোচন নীতিতে চলায় এখনও ঋণ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেটে ব্যাংক থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।