চলতি বছরের চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ হাজার ৩০০ কোটি টাকা। এই সময়ের মধ্যে প্রবাসীরা প্রতিদিন গড়ে ১১ কোটি ৪ লাখ ৬ হাজার ডলারের বেশি পাঠিয়েছেন।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এসব বিষয় জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাসে গড়ে প্রতিদিন প্রবাসী আয় ছিল ৬ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে গড়ে প্রতিদিন আসে প্রায় ৯ কোটি ২ লাখ ৭৩ হাজার ডলার।
চলতি মাসে রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ২ লাখ ৪০ হাজার ডলার এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ১১৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার।
প্রবাসী আয়ের এ গতি অব্যাহত থাকলে মাস শেষে ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন ব্যাংক সংশ্লিষ্টরা।