সেকশন

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
Independent Television
 

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এল যেভাবে 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৮:০৭ পিএম

গত রমজানে দৈনিক ৫০০ থেকে ৭০০ মেগাওয়াট লোডশেডিং হলেও, এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। কারণ বাড়তি চাহিদা মেটাতে আগে থেকেই পরিকল্পনামতো জ্বালানি আমদানিতে গুরুত্ব দিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ জোগানে সাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হলেও, টেকসই সমাধানে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের পরিকল্পনা জরুরি।    

গত বছর মার্চের মাঝামাঝি শুরু হয় রমজান মাস। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, দিনের বেলায় সর্বোচ্চ ৫১৩ মেগাওয়াট লোডশেডিং ছিল ১৪ মার্চ। রাতে সর্বোচ্চ ছিল ৩০ মার্চ ৬৬৬ মেগাওয়াট। সেদিন সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১৩ হাজার ৩৫৩ মেগাওয়াট। 

চলতি বছর রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেয় অন্তর্বর্তী সরকার। এলএনজি, কয়লা, ফার্নেসওয়েল আমদানিতে অর্থের জোগান নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক গভর্নর, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ উপদেষ্টা। আশ্বাস দেন যান্ত্রিক ত্রুটি ছাড়া রমজানে লোডশেডিং হবে না।

চলতি মাসের প্রথম দুই সপ্তাহ বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার মেগাওয়াটের মধ্যে। তারপর চাহিদা ১৫ হাজার মেগাওয়াট ছাড়ালেও প্রায় পুরোটাই জোগান দেওয়া গেছে। আদানির কেন্দ্র থেকে সাড়ে ১ হাজার ৩০০ আর ভারতের অন্য উৎস থেকে আসছে প্রায় ১ হাজার মেগাওয়াট। বেড়েছে গ্যাস, কয়লা, তরল জ্বালানির বিদ্যুৎ উৎপাদন। তবে, বিদ্যুৎ ও জ্বালানির বড় অঙ্কের বকেয়া নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘রমজানের মতো গুরুত্বপূর্ণ একটি মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পারাটা এবং এভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করাটাকে আমরা আপাতভাবে ইতিবাচক দেখছি। তবে আমরা সিপিডির পক্ষ থেকে যে রিকোমেন্ডেশনটা দিয়েছি, এ ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট দীর্ঘদিনের জন্য সহায়ক কোনো উদ্যোগ নয়। সরকারকে দীর্ঘদিনের জন্য একটি ফিন্যানসিয়াল প্ল্যান বের করতে হবে।’

রমজানের শেষ দিনগুলোতে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়বে বলে মনে করেন পর্যবেক্ষকরা। লোডশেডিং মুক্ত রাখতে অতিরিক্ত উৎপাদনে সরকারের ওপর বাড়বে ভর্তুকির চাপ।

গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়ছে লোডশেডিং মোকাবিলার চ্যালেঞ্জ। বিদ্যুৎ বিভাগ ১৮ হাজার মেগাওয়াট সর্বোচ্চ চাহিদা ধরে প্রস্তুতি নিয়েছে। তবে, বিদ্যুৎ ও জ্বালানির আমদানি নির্ভরতায় চাহিদামত সরবরাহ...
কারিগরি ত্রুটির কারণে আদানির ঝাড়খন্ডের বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। ফলে কেন্দ্রটি থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 
বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার। আজ বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য...
গরম এবং সেচ কাজের জন্য বিদ্যুতের চাহিদা থাকায় গ্রীষ্মে লোডশেডিং বন্ধ রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সিপিডি আয়োজিত এক আলোচনা সভায়...
২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগামে ঘটে যায় এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা। যেখানে নিহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় পর্যটক এবং একজন...
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ২ নারী শিক্ষার্থীকে আটক করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া...
লক্ষ্মীপুরের সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও একজন মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে।
কাশ্মীরের পেহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। ২৬ পর্যটকের প্রাণহানির এই ঘটনার শোক ছুঁয়ে গেছে সবাইকেই। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.