সরকারের হস্তক্ষেপে ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে বিমান টিকিটের দাম কমেছে ৭৫ শতাংশ পর্যন্ত। এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে বিমানের টিকিট বুকিং বাধ্যতামূলক করা হয়েছে।
এতোদিন গ্রুপ বুকিং স্কিমের অধীনে সৌদি আরবের টিকিটের দাম ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে নতুন নিয়মে দাম কমে দাঁড়িয়েছে ৪৮ হাজার টাকায়।
এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিটের দাম কমিয়ে ৩৫ হাজার টাকায় দিচ্ছে।