কম টাকায় খোলা বিশেষ ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ বেড়েছে। ২০২৪ সালের শেষে তা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এক বছরে এ হিসাবে জমা টাকা বেড়েছে ১২০ কোটি টাকা বা ২ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে কৃষক ও তৈরি পোশাক শ্রমিকদের ব্যাংক হিসাব ও আমানত সবচেয়ে বেশি।
২০২৩ সালের চেয়ে ২০২৪ সালের ডিসেম্বরে কৃষকদের আমানত বেড়েছে ২৩ দশমিক ৩৫ শতাংশ। তৈরি পোশাকশ্রমিকদের ক্ষেত্রে বৃদ্ধির এ হার ৩০ দশমিক ৪৭ শতাংশ। সব মিলিয়ে কম টাকায় খোলা ব্যাংক হিসাব ২ কোটি ৮১ লাখ ছাড়িয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ব্যাংক খাতে আস্থা ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের। এর ফলে স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাবে আমানত আবার বাড়তে শুরু করেছে।