সেকশন

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
Independent Television
 

টিসিবির পণ্য পেতে হট্টগোল, খালি হাতেও ফিরছেন অনেকে

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৬:৩৪ পিএম

প্রতিদিন ৪০০ জনকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, খেজুর, চিনিসহ পাঁচটি পণ্য বিক্রি করছে টিসিবি। যদিও, দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকার পর, পণ্য না পেয়ে খালি হাতে ফিরছেন অনেকেই। আছে অনিয়মের অভিযোগও। ডিলাররা বলছেন, চাহিদার চেয়ে পণ্যের জোগান কম থাকায় এ অবস্থা। আপাতত পণ্যের বরাদ্দ না বাড়লেও, নতুন করে স্মার্টকার্ড দেয়া হচ্ছে বলে জানিয়েছে টিসিবি।

শনিবার সকাল থেকেই টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণী তাসলিমা খাতুন। অসুস্থ স্বামী ও শিশু সন্তানকে বাসায় রেখে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে।

তাসলিমা বলেন, ‘পেছনের মানুষ, সামনে যারা নেয় তাদের আগে এসে দাঁড়ায়। এদের জন্য একদিনও পণ্য পাই না। গতকালও পাই নি। আজকেও চলে যেতে হচ্ছে। এখানে যদি কোনো নিয়ম শৃঙ্খলা থাকত তাহলে আমরা পণ্য পেতাম। কেউ ৩টা পায়, আর কেউ একটাও পায় না।’  

তার মতো অনেকেই পণ্য না পেয়ে ফিরে গেছেন খালি হাতে। বাজারের চেয়ে প্রায় অর্ধেক দামে তেল, ছোলা, চিনি, ডাল পেতে প্রায়ই চলে বাকবিতণ্ডা ও হাতাহাতি। অন্যদিকে, দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত পণ্য পেয়ে খুশি কেউ কেউ।

একজন সুবিধাভোগী বলেন, ‘টাকা দিয়া নিতেও সারাদিন লাগে। প্রতিদিন কিলা–কুলি, ঘুসা–ঘুসি, মাথা ফাটে দুই চারজনের। ৫ দিন চেষ্টার পর আজকে পণ্য পেলাম।’ 

তবে ডিলাররা বলছেন, প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় সবাইকে পণ্য দেওয়া সম্ভব হয়নি। 

একজন বিক্রেতা বলেন, ‘চাহিদা তো অনেক বেশি। ৪০০ জনের জন্য নিয়ে আসি, দেখা যায় মানুষ হয়েছে ১ হাজার–দেড় হাজার। তখন আমরা মাল দিতে না পারলে আমাদেরও অনেক হয়রানি করে। 

টিসিবির কর্মকর্তারা জানান, রমজান উপলক্ষ্যে প্রতিটি ট্রাকে ২০০ জনের বদলে ৪০০ জনের পণ্য দেওয়া হচ্ছে। এছাড়া উপকারভোগীর সংখ্যা বাড়াতে নতুন করে স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে।

টিসিবি মুখপাত্র হুমায়ুন কবির, ‘যদি সরকার মনে করে যে আরও সময় বৃদ্ধি প্রয়োজন, তাহলে হয়ত পরের মাসের দু চারদিন এক্সটেন্ড করতে পারে। কিন্তু এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। যদি আইন শৃঙ্খলাবাহিনী আমাদের এই ট্রাক সেলের জায়গাগুলোতে কার্যকর পদক্ষেপ না নেয়, কারণ আপনি যেটা বললেন যে এই বিশৃঙ্খলা কিন্তু ডিলারদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না।’ 

টিসিবির তথ্যমতে, ইতিমধ্যে দুই লাখ স্মার্টকার্ড স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছানো হয়েছে। বাকি কার্ডও দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানো হবে।

লাভের আশায় বেশি উৎপাদন করে আলু নিয়ে এখন সংকটে পড়েছে কৃষক। সংরক্ষণ করতে না পেরে বাজারে কম দামেই আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে বাজারে আলুর দাম কমছেই। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০...
স্বস্তি ফিরছে না রাজধানীর বাজারে। সরবরাহে কোনো সংকট না থাকলেও, নাগালে আসছে না সবজি। বাড়তি পেঁয়াজের দামও। সরু চালের কেজিও ৯০ টাকার ওপরে। মাছের বাজারেও একই অবস্থা। তবে মুরগির মাংসের দাম কমেছে কিছুটা। 
সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও নেতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ নিয়ে টানা সাত কার্যদিবস দরপতন হলো ডিএসইতে। আজ প্রধান সূচক কমেছে ১৮ দশমিক দুই সাত পয়েন্ট। এসময় লেনদেন হয় ৩শ ৪০ কোটি টাকা। অন্যদিকে...
রোজায় সাময়িক স্বস্তির পর আবারও বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারে শাক-সবজির পর্যাপ্ত সরবরাহের পরও চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, ঢেড়স, ঝিঙা, কাঁকরোল, করলা, পটলসহ বেশ কিছু মৌসুমি সবজি। কৃষি বিপণন...
কোপেনহেগেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ডেনমার্কের উদ্যোগে বাংলাদেশ ও বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল বাংলাদেশি প্রবাসীরা কর্ম ক্লান্তি ভুলে মেতে ওঠে প্রাণের...
বলিউডের ‘কিং খান’ শুধু অভিনয়েই নয়, বয়সের ছাপ ঠেকাতে ত্বকচর্চাতেও অনন্য। বয়স ৫৯ পেরোলেও তাঁর চেহারায় নেই ক্লান্তি বা বলিরেখা। বরং এক টানা দীপ্তি। কী সেই গোপন রহস্য? উত্তর একটাই, নিয়ম। বিলাসী...
২০২৩ সালে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার পরই অনেকে ধারণা করেছিলেন আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন মাহেন্দ্র সিং ধোনি । কিন্তু এরপরও খেলেই যাচ্ছেন চেন্নাই অধিনায়ক। এবার আইপিএলের পাঁচবারের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.