আগামী ৭ এপ্রিল দেশে শুরু হবে ৩ দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এ তথ্য জানান।
বিডা নির্বাহী চেয়ারম্যান জানান, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে এবং সম্ভাবনা তুলে ধরতে এ সামিট হবে। এ সামিটের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস আরও বাড়বে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্টারলিংকের এর সৌজন্যে ৯ এপ্রিল পুরো সামিটের লাইভ সম্প্রচার হবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা ডেমো লাইভ হিসেবে চলবে বলেও জানান আশিক চৌধুরী।
সামিটের সময় স্যামসাং, পাকিস্তানের দাউদ গ্রুপসহ দুবাইয়ের বড় বড় বিনিয়োগকারীরা বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন বলে জানান তিনি।
বিডা চেয়ারম্যান আরও জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে বিনিয়োগকারীরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলারও সুযোগ পাবেন।