সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

পায়রার মতো প্রকল্প অর্থনীতির বিষফোড়া: পরিকল্পনা উপদেষ্টা 

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৭:০৪ পিএম

অর্থনীতির জন্য বিষফোড়ার মত অনেক প্রকল্প অনুমোদন করেছে বিদায়ী সরকার। পায়রা সমুদ্রবন্দর তার মধ্যে অন্যতম বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে তিনি জানান, সরকারি কেনাকাটায় এতদিন একটি মাফিয়া গোষ্ঠী সুযোগ নিয়েছে। আগামীতে স্বচ্ছতা বাড়াতে শতভাগ টেন্ডার অনলাইনে হবে। 

চলতি অর্থবছরের ৮ম একনেক সভায় ১৫ প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব প্রকল্পে ব্যয় হবে ২১ হাজার ১৩৯ কোটি টাকা। এর মধ্যে সায়েদাবাদ পানি শোধনাগারের তৃতীয় পর্যায় সবচেয়ে বড় প্রকল্প। ব্যয় হবে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা। সভায় বলা হয়, বালি ও পলি জমার তীব্র ঝুঁকিতে আছে পায়রা সমুদ্র বন্দর। যা এর ভবিষ্যতকে চ্যালেঞ্জে ফেলবে। 

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘অর্থনীতির জন্য একটা বিষফোঁড়ার মতো ঘটনা এটা। এই পায়রা প্রকল্প, অথচ এটা করার সময়েও কেউ দেখেনি যে কখনোই এই নদীতে সমুদ্র বন্দর তো দুরের কথা একটা নদী বন্দরও সম্ভব না, বছর বছর ড্রেজিং ছাড়া। এগুলোর জন্য যদি অর্থ বরাদ্দ না দেই তাহলে তো এই কয়লা, এই বিদ্যুৎ কেন্দ্রও চলবে না।’ 

প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে সরকারি প্রাথমিক স্কুলের ফিডিংয়ের প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক। ১৫০ দরিদ্রপ্রবণ উপজেলায় স্কুলে পুষ্টিকর শুকনো খাবার দেওয়া হবে। এসব বিতরণে অনিয়মরোধে থাকবে বাড়তি তদারকি। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতে জোর দেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘একটি মাফিয়া চক্র ইচ্ছা করে দরপত্র মূল্যায়ন, সেখানেই দরপত্র সাবমিট করে। এখানে বছরের পর বছর একই কোম্পানি দরপত্র পাচ্ছে বিভিন্ন নামে বা বেনামে। এখন আমরা ১০ ভাগের লিমিট তুলে দিয়েছি যাতে পূর্ণ প্রতিযোগিতা হতে পারে।’

পরিকল্পনা উপদেষ্টা জানান, সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সরকারি জমি হিসাব করা জরুরি। এসব জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হলে উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণের খরচ কমবে।

প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেলো কার্গো ফ্লাইট। রাত সোয়া ৮টায় ফ্লাইটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে যোগ হলো নতুন...
টানা নয় কার্যদিবস পতনের পর রোববার কিছুটা বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। এসময়, ডিএসইএক্স ২২ দশমিক আট সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজা ৯৯৫ পয়েন্টে। তবে, লেনদেন কমেছে ২৯ কোটি টাকা। দর...
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এসময়, ডিএসইএক্সের সূচক কমেছে ১২৪ দশমিক সাত তিন পয়েন্ট। তবে, সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১২২ কোটি টাকা। আর বাজার...
চড়া মূল্যের কারণে এখন মধ্যবিত্তের নাগালে নেই পুরোনো গাড়িও। তাই দাম সহনীয় করতে হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্ক কমানোর দাবি রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার। 
জাপানের ই-কমার্স খাতে যোগ দিতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তাঁদের ই-কমার্স উদ্যোগ ‘টিকটক শপ’ আগামী কয়েক মাসের মধ্যেই জাপানে চালু হতে যাচ্ছে বলে জানা গেছে। গতকাল রোববার (২৭...
ফ্রান্স থেকে ৯০ হাজার কোটি টাকা দিয়ে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। আজ সোমবার সরকার পর্যায়ে এই চুক্তি সই করা। এমন এক সময় ভারত এই চুক্তি করল, যখন প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাদের...
গত কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানিতে বড় প্রবৃদ্ধি এবং আমদানি বিল পরিশোধের চাপ কমাসহ নানা কারণে টাকার বিপরীতে ডলারের দাম কমছে। সামনের দিনে দাম আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.