কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসছে বাজেটে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। সোমবার রাজধানীর রাজস্ব ভবনে ইকোনমিক রিপোর্টারস ফোরামের (ইআরএফ) সাথে প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান জানান, চলতি করবর্ষে অনলাইনে জমা পড়া ১৫ লাখ রিটার্নের দশ লাখই ট্যাক্স শূন্য।
চলতি অর্থবছরের প্রথম আট মাস, জুলাই-ফেব্রুয়ারিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮০ হাজার ৫৯ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ২১ হাজার ৮১৭ কোটি টাকা। এসময়ে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার ২৪২ কোটি টাকা।
রাজস্ব ঘাটতি এড়াতে ৩০টির বেশি প্রস্তাব পেশ করে ইকোনমিক রিপোর্টারস ফোরাম (ইআরএফ)। আলোচনা সভায় বাজেটের আকার কেমন হওয়া উচিত ও কোন কোন খাতে কর বাড়ানো বা কমানো জরুরি তা নিয়ে পরামর্শ দেওয়া হয়। এসময়, নীতিগত পরিবর্তন এনে বড় করদাতাদের কাছ থেকে আদায় বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
এদিকে, কর ফাঁকির বিরুদ্ধে এনবিআরের কার্যক্রম অনেক কম বলে স্বীকার করেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি জানান, আগামীতে কর ফাঁকি রোধে সবচেয়ে বেশি নজর দেওয়া হবে।
আবদুর রহমান খান বলেন, ‘আমাদের যে অপারেশনাল ডিফিসিয়েন্সি কর ফাঁকি ধরার বা এই ধরেন ১০ লাখ লোক তারা ট্যাক্স দিলো না, তাদেরকে একটু খোঁজ খবর নেওয়া যে আসলেই কি তারা ট্যাক্স না দেওয়া লোক। নাকি তারাও চাইলে মিনিমাম ট্যাক্স দিতে পারবে। এই জায়গাগুলোতে আমাদের কাজ অনেক কম হয়েছে। আমরা মনে করি আমাদের ফোকাসটা এখন এদিকেই দিতে হবে।’
কর আদায় বাড়াতে এবার এলাকাভিত্তিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে এনবিআর।