১৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা ও খোলা তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, রাজস্ব অব্যাহতি বাদ দেওয়ায় এবং আন্তর্জাতিক বাজারের দাম বাড়ায় সয়াবিনের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর বিষয়টি সাময়িক বলেও জানান তিনি।
নতুন দামের কারণে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হবে বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা।
এর আগে, গত ১৩ এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক নোটিশ দিয়ে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। চলতি বছরের ৩১ মার্চ ভ্যাট হ্রাস সুবিধার মেয়াদ শেষ হওয়ায় সয়াবিন তেলের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিল সংগঠনটি।