কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা আদানির ঝাড়খন্ডের বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটই উৎপাদনে ফিরেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রটি থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর গত শনিবার সকালে বন্ধ হয় দ্বিতীয় কেন্দ্রটিও।
ফলে কেন্দ্রটি থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ভারতের ঝাড়খন্ডের এই বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে মোট ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।