সেকশন

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

রোজার পর বেড়েছে নিত্যপণ্যের দাম, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম

রমজান মাসে বেশিরভাগ পণ্যের দাম স্বাভাবিক থাকলেও এখন তা বাড়তে শুরু করেছে। গেল তিন দিনের ব্যবধানেই পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১০ টাকা। আর সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ১৪ টাকা। এছাড়া, বাজারে রয়েছে ভোজ্যতেলের সংকট। সবজির বাজারও চড়া। বিক্রেতারা বলছেন, সবজির সরবরাহ কম, তাই দাম বাড়ছে।

সাধারণত রমজান মাস আসলে পণ্যের দাম বাড়ে। তবে, গেল রোজায় প্রায় সব পণ্যের দাম ছিল নাগালের মধ্যে। কিন্তু, এখন সেসব পণ্যের দাম বাড়তে শুরু করেছে।

রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, করলা ৮০ থেকে ১০০, দেড়শ ৬০ টাকা এবং বেগুন মানভেদে ৮০ থেকে ১২০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে সবজির মধ্যে কাকরলের দাম সবচেয়ে বেশি। প্রতিকেজি ১৪০ টাকা। রোজার সময় এসব সবজির দাম ১০ থেকে ২০ টাকা কম ছিল।

রমজানে পেঁয়াজের দাম প্রতি কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকা। কয়েকদিনেই সেই পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১০ বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। মঙ্গলবার সয়াবিন তেলের দামও প্রতি লিটারে বাড়ানো হয় লিটারে ১৪ টাকা। এছাড়া, দোকানীরা অর্ডার দিয়েও কোম্পানিগুলোর কাছ থেকে পাচ্ছেন না পর্যাপ্ত তেল।

সবজি বিক্রেতা বলেন, ‘রমজানের পর কিছু কিছু সবজির দাম বাড়তি। যেমন– কাকরল, পটল এগুলো নতুন। এখনো পুরোপুরি বাজারে আসেনি। বাজারে এসব পণ্য সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে যাবে।’

তেল বিক্রেতা বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে আমরা ছোট ব্যবসায়ীরা তেল পাচ্ছি না। গত দুই দিন আগে অর্ডার নিয়ে গেছে, এখনো তেল পাইনি। দোকান খালি।’    

পণ্যের দাম বাড়তে শুরু করায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।

বাজারে আসা এক ক্রেতা বলেন, ‘হঠাৎ করে সরকার দাম বাড়িয়েছে। বিগত দিনেতো আরো দাম বেশি ছিল। দাম কমছে আবার বাড়ছে।’

অপর একজন ক্রেতা বলেন, ‘সকল সবজির দাম বাড়তির দিকে। আমি মনে করি যে, সরকারের আরেকটু এদিকে নজর দেওয়া দরকার। আমার মনে হয়, সেই আগের মতো সিন্ডিকেটের দিকে যাচ্ছে।’ 

ভোগান্তি কমাতে হলে বাজার মনিটরিং বাড়ানো তাগিদ ভোক্তাদের। এছাড়া, পণ্য পরিবহন খরচ কমাতে সঠিক সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তারা।

স্বস্তি ফিরছে না রাজধানীর বাজারে। সরবরাহে কোনো সংকট না থাকলেও, নাগালে আসছে না সবজি। বাড়তি পেঁয়াজের দামও। সরু চালের কেজিও ৯০ টাকার ওপরে। মাছের বাজারেও একই অবস্থা। তবে মুরগির মাংসের দাম কমেছে কিছুটা। 
রোজায় সাময়িক স্বস্তির পর আবারও বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারে শাক-সবজির পর্যাপ্ত সরবরাহের পরও চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, ঢেড়স, ঝিঙা, কাঁকরোল, করলা, পটলসহ বেশ কিছু মৌসুমি সবজি। কৃষি বিপণন...
রাজধানীর বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। কাকরোল, ঢেড়শ, ধুন্দলের জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ৬০ টাকার বেশি। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই দৃশ্যই দেখা...
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে ২০০০ কোটি টাকার খরচ বেড়েছে। সে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পরকীয়ার অভিযোগে ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও ইমাম ওমর ফারুককে (৩৫) পিটিয়েছে পরকীয়া প্রেমিকার স্বামী শহিদুল ইসলাম। মারধরের পর তিনি দাবি করেছেন, ‘আমার সাথে ওই নারীর কোন শারীরিক সম্পর্ক নেই।...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. শাকিল (২৮) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় কোপানো হয়েছে তার ছোট ভাইকে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.