সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

সরকারের ধান-চাল কেনার লক্ষ্য পূরণ হবে? 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পিএম

আসন্ন বোরো মৌসুমে সরকারিভাবে চাল ও ধানের নতুন দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষক এবং ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন অনেকেই। আবার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃষি অফিসে যোগাযোগ করছেন অনেক কৃষক। 

আসন্ন বোরো মৌসুমে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার। গত বছরের চেয়ে কেজিপ্রতি দাম বেড়েছে ৪ টাকা। তবে নওগাঁর চাষীরা বলছেন, উপকরণের দাম বাড়ায় নতুন দামেও লোকসান কমবে না। 

জেলার একজন কৃষক বলেন, ‘১ হাজার ৪৪০ টাকা দাম, এটা সরকার নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ১ হাজার ৫০০ টাকা হলে আমাদের একটু গায়ে গায়ে যায়।’ 

জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, ‘ধান ও চালের যে দাম নির্ধারণ করা হয়েছে, এটা সমন্বয় করা হোক। ধানের দাম ৩৬ টাকা হলে অবশ্যই চালের দাম ৫৫ টাকা হতে হবে।’ 

দিনাজপুরে আমন মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্য ছিল ১৭ হাজার ৯৯১ টন। কিন্তু সংগ্রহ হয় মাত্র ২ হাজার ৮০ টন। কৃষকরা বলছেন, সিন্ডিকেটের কারণে সরকারি গুদামে ধান দিতে আগ্রহ পান না তারা। আর ব্যবসায়ীরা বলছেন, ধানের তুলনায় চালের দাম বাড়েনি। 

জেলার একজন কৃষক বলেন, ‘গোডাউনে তো ধানই দিতে পারি না। যদি দিতেও চাই তাহলে দেখা যায় যে নানা হয়রানির মুখে পড়তে হয়।’

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি, ধানের দাম বাড়ায় লাভ হবে চাষির। 

দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, ‘সরকার যে ধান ও চালের দাম নির্ধারণ করেছে, আমরা আশা করছি এতে কৃষক উপকৃত হবে এবং মিল মালিকরাও স্বাচ্ছন্দ্যে তাদের উৎপাদিত চাল গুদামে সরবরাহ করতে পারবে।’

বগুড়ায়ও আমন মৌসুমে চাল ও ধানের সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। সরকারের সাথে বাজারের দাম দেখে সিদ্ধান্ত নেয়ার কথা বলছেন কৃষকরা। 

একজন কৃষক বলেন, ‘অনেক সময় দেখা যায় যে ধান ভেজা, নিতে চায় না। আবার সেটা যদি ফিরিয়ে নিয়ে আসি তাহলে আমাদের খরচ বেড়ে যায়।’

কুষ্টিয়ার মিল মালিক ও চাষীরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে খুচরা বাজারে চালের দাম বাড়ার শঙ্কায় মিল মালিকরা। 

একজন মিল মালিক বলেন, ‘সরকার ধানের দাম বৃদ্ধি করেছে, এটা আসলে কৃষকদের জন্য ভালো। আগে ছিল ৩৩ টাকা, এখন ৩৬ টাকা।’

ব্রাহ্মণবাড়িয়াতেও ধানের দামে খুশি কৃষক। এরই মধ্যে কৃষি অফিসে অনেকে খোঁজখবর নিচ্ছেন।

রাজধানীর বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। কাকরোল, ঢেড়শ, ধুন্দলের জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ৬০ টাকার বেশি। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই দৃশ্যই দেখা...
২০২৬ সালে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন বা মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ...
১৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা ও খোলা তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে এ...
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ক্যাপটিভ বিদ্যুতে নতুন সংযোগে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১০ টাকা ২৫ পয়সা বেড়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, বিদ্যমান গ্রাহকদের ক্ষেত্রে...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.