জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা আলাদা করে অধ্যাদেশ জারি হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
আজ সোমবার রাজস্ব ভবনে বিভিন্ন বিভাগের কর্মীরা জড়ো হয়ে এনবিআরে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের খবরে ক্ষোভ জানান। বিশ্লেষকরা বলছেন, আলোচনার মাধ্যমে এখনো বিষয়টি সমাধানের সুযোগ আছে।
সংস্কারের অংশ হিসেবে অন্তবর্তী সরকার জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে দুই ভাগ করার উদ্যোগ নেয়। সম্প্রতি রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এনবিআর বিলুপ্তিকরণের এই উদ্যোগে ক্ষুদ্ধ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খসড়া অধ্যাদেশট গেজেট আকারে জারি হতে পারে, এমন গুঞ্জনে সোমবার সকাল থেকে রাজস্ব বোর্ডে জড়ো হতে থাকেন কাস্টমস-ভ্যাট ও আয়কর কর্মকর্তারা।
এসময় তারা বলেন, অংশীজনদের সঙ্গে কোনো ধরণের আলোচনা ছাড়াই এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করতে যাচ্ছে সরকার। এ অবস্থায় বৃহৎ কর্মসূচী দেয়ার ইঙ্গিতও দেন তারা।
আন্দোলনকারীরা জানান, আমরা আমাদের কাজের স্বাধীনতা চাই, আমরা কাজ করবো স্বাধীনভাবে। আমরা আমাদের ক্ষমতা চাই।
তারা জানান, প্রত্যেক কর্মী সংস্কারের পক্ষে আছে। তবে, প্রশাসন ক্যাডার থেকে সচিব নিয়োগের প্রতিবাদ জানান তারা।
তারা জানান, আমরা সংস্কার চাচ্ছি। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে কাজ করতে হবে।
বিশ্লেষকদের মতে, চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সবার পরমর্শকে গুরুত্ব দেয়া উচিৎ।
এনবিআরের সাবেক সদস্য আমিনুর রহমান বলেন, কীভাবে আলাদা করা হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ কাদের পদায়ন করা হবে। সেই জায়গাতেই আমার মনে হয় তাদের আপত্তি। সেক্ষেত্রে যদি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এটা জটিল কোনো বিষয় না সমাধান করা সম্ভব।
তাদের মতে, শুধু এনবিআর কে দুই ভাগ নয় সার্বিক সংস্কারেও মনোযোগ দিতে হবে সরকারকে।