আগামী মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩০ কোটি ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আজ বুধবার বিকেলে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এ নিয়ে আইএমএফের সঙ্গে সমঝোতা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
শর্ত অনুযায়ী ডলারের বিনিময় হার আরও নমনীয় করে ঋণ নিচ্ছে বাংলাদেশ। ঋণ ছাড় সংক্রান্ত চূড়ান্ত চুক্তির বিষয়টি বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে জানানো হবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।
ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার বিষয়ে মতবিরোধ থাকায় এতদিন ঋণের কিস্তি আটকে ছিল। দীর্ঘদিনের মতপার্থক্য অবসানের পর আইএমএফ ঋণছাড়ে রাজি হয়েছে।
জানা গেছে, ঋণের শর্ত মেনে নেওয়ায় আন্তর্জাতিক সংস্থাটি চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে দুই কিস্তির অর্থ ছাড় করতে যাচ্ছে।
আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালের ৩০ জানুয়ারি। গত বছরের জুন পর্যন্ত তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। এ ঋণের বাকি আছে আরও ২৩৯ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কয়েক দফা এখানে এসে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এনবিআরসহ বিভিন্ন স্টেকের সাথে তারা (আইএসএফ) কথা বলেছে। এক্ষেত্রে তাদের যে সব শর্ত ছিল, সেগুলো খোলাসা করেছে। এ ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনার পর ধারণা করা হচ্ছে, আইএমএফ ঋণ দেওয়ার ক্ষেত্রে যে অচলায়তন ছিল, তার অবসান হবে।’