সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

খাদ্যের দাম বেশি তাই কোরবানিতে লাভ কমের শঙ্কা খামারিদের

আপডেট : ১৭ মে ২০২৫, ০৮:৪৮ পিএম

এবারও স্থানীয়ভাবেই কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা। এজন্য সীমান্তে গরু পাচার ঠেকাতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। এরইমধ্যে বিজিবি বেশকিছু পশু জব্দও করেছে। এদিকে খামারিদের ধারণা, এবার লাভ কম হবে। এজন্য খাবারের বাড়তি দামকে দুষছেন তারা।

কোরবানির পশু বিক্রিতে গতবার ভালো ব্যবসা করেছেন নাটোরের খামারিরা। এবার আরও বেশি গবাদি পশুর পরিচর্যা করা হচ্ছে এসব খামারে। স্থানীয় চাহিদা মিটিয়ে, প্রায় আড়াই লাখ পশু বাইরের জেলায় বিক্রি করা হবে। যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। তবে খাদ্যের দাম বাড়ায়, এবার লাভ কম হওয়ার শঙ্কায় খামারিরা।

একজন খামারি বলেন, মাংসের তুলনায় খাবারের দাম অনেক বেশি। তাই গরু পালন করে লাভ হচ্ছে না।’ 

ঈদুল আজহার জন্য ৮৭ হাজার গবাদি পশু প্রস্তুত করছেন ফেনীর খামারিরা। প্রশাসন বলছে, প্রান্তিক খামারিদের কথা চিন্তা কোরে, সীমান্তে বাড়তি নজর রাখা হচ্ছে। গেল ২ মাসে ২৬ লাখ টাকা মূল্যের পাচার করা গরু জব্দ করেছে বিজিবি।

ফেনী বিজিবি–৪ এর লে. কর্নেল মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমরাও চাই না আমাদের খামারিরা কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হোক। তাছাড়া এটা একটা অবৈধ কাজ। আমরা এ ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি।’

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চাহিদা প্রায় ১ লক্ষ ৩৫ হাজার। তবে লালন-পালন করা হচ্ছে এর চেয়ে বেশি। প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, গরু মোটাতাজাকরণে স্টেরয়েডের ব্যবহার বন্ধে প্রশিক্ষণ দেওয়া হয়েছে খামারিদের। 

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম বলেন, ‘কোরবানির গরুর যে চাহিদা, এটাকে ফিলআপ করে আমরা অন্য জেলা বা ঢাকায় আমরা সরবরাহ করতে পারব। আরেকটা বিষয় হলো যে কোরবানির হাটে আপনারা জানেন বরাবরের মতো এবারও মোবাইল ভ্যাটেনারি টিম থাকবে।’ 

হবিগঞ্জে ৬৫ হাজার পশুর চাহিদা এবার। বিপরীতে, ৯ উপজেলায় প্রস্তুত আছে ৭০ হাজার ৭০০। 

প্রাকৃতিক উপায়ে পরিচর্যা নিশ্চিতে, কাজ করার কথা জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

ট্যানারি মালিকদের কাছে পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীদের পাওনা ১১০ কোটি টাকা। এই টাকা আদায়ে টানাপড়েন চলছে কয়েক যুগ ধরে। এ পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন উল্লেখ করে সরকারি হস্তক্ষেপ চান...
কোরবানি গরুর ফেলে দেওয়া নাড়ি-ভুঁড়ি, বিশেষ অঙ্গ এবং কান রপ্তানি করে বছরে আয় হচ্ছে শত শত কোটি টাকা। ফেলে দেওয়া এসব অঙ্গ যাচ্ছে মিয়ানমার, ভিয়েতনাম, চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। সরকারের...
বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে কনটেইনার ছিল ৩৬ হাজার ২১৫ একক। সেদিন পণ্য খালাস ও জাহাজীকরণ হয়েছে ৯ হাজার ৯৮৪ একক কনটেইনার। সোমবার ৪০ হাজার ৩৫৬ একক কনটেইনারের মধ্যে খালাস হয়েছে মাত্র ১৭০ একক।
ঈদের পর রাজধানীর বাজারগুলোতে ক্রেতা কম থাকায় সবজি ও মুরগির দাম কমেছে। মঙ্গলবার প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এদিকে, বাজারে সোনালি মুরগী বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকায় আর...
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে নেপাল। আজ রোববার মধ্যরাত থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। পিটিআইয়ের...
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তাঁর সমর্থকেরা। নগর ভবনে উপস্থিত রয়েছেন ইশরাক নিজেও। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.