সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক নেওয়া বন্ধ করল ভারত

আপডেট : ১৭ মে ২০২৫, ১১:০৬ পিএম

স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে যাওয়া তৈরি পোশাক ও খাদ্যসামগ্রীর মতো পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। আজ শনিবার দেশটির কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য দপ্তর (ডিজিএফটি) এই নিষেধাজ্ঞার কথা জানায়। 

তবে এই নিষেধাজ্ঞা ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে যাওয়া বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ডিজিএফটি থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, তৈরি পোশাক, পানীয়, প্রক্রিয়াজাত খাবার (যেমন: বেকারি পণ্য, স্ন্যাকস, চিপস ও কনফেকশনারি), প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, রং, কেমিক্যাল, তুলা, সুতা ও কাঠের আসবাবপত্র স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে যাবে না।

তবে মাছ, ভোজ্যতেল, এলপিজি ও ভাঙা পাথরের মতো পণ্যের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

নিষেধাজ্ঞার আওতায় থাকা বন্দরগুলোর মধ্যে রয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের স্থল শুল্ক স্টেশন ও সমন্বিত চেকপোস্ট (আইসিপি) এবং পশ্চিমবঙ্গের এলসিএস চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তৈরি পোশাক কেবল ভারতের নাভা শেবা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে।

এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল বাংলাদেশের ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এরফলে ভারতীয় বন্দর ব্যবহার করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপসহ বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। তবে নেপাল ও ভুটানের উদ্দেশে যাওয়া বাংলাদেশি পণ্য এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

দেশে এখনো ৩ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এর পাশাপাশি বৈষম্য বাড়ায় এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উঠে এসেছে একটি বেসরকারি প্রতিবেদনে।
ইরান-ইসরায়েল চলমান যুদ্ধের মধ্যেই আলোচনায় হরমুজ প্রণালি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে হরমুজ প্রণালীর পরিবহন পথ বন্ধ হয়ে যেতে পারে। আর এটি বন্ধ হলে বিশ্বব্যাপীই সামরিক ও বাণিজ্যিক অস্থিরতা...
ব্যাংক খাতে গেল ১৫ মাসে খেলাপি ঋণ বেড়ে প্রায় তিন গুণ হয়েছে। মার্চ শেষে যা প্রথমবার ছাড়াল ৪ লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট ঋণের এক চতুর্থাংশই এখন খেলাপি। আর রাষ্ট্র মালিকানাধীন...
ইরান-ইসরাইল চলমান যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেল-গ্যাসের দামে অস্থিরতা বেড়েছে। ৪ দিনে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম নিট বেড়েছে ৬ শতাংশের মতো। বিপিসি বলছে, দেশের বাজারে তেলের দামে...
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.