সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ভারতের স্থলবন্দর ব্যবহার স্থগিতের সিদ্ধান্ত বাংলাদেশ জানে না: বাণিজ্য উপদেষ্টা

আপডেট : ১৮ মে ২০২৫, ০৪:৪২ পিএম

স্থলবন্দর ব্যবহার করে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানিতে যে নিষেধাজ্ঞা ভারত দিয়েছে তা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জানে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে জানলে ভারতের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের স্বার্থ আছে। দুই দেশের ভোক্তা ও ব্যবসায়ীরা এরসঙ্গে জড়িত। ক্ষতি দুই দিকেরই হবে। এতে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে।’

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে বাংলাদেশের তেমন ক্ষতি হয়নি বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘দেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির ওপর আমরা জোর দিচ্ছি। নিজেদের পণ্য দিয়ে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ভারতের স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনও জানি না। আনুষ্ঠানিকভাবে জানলে আমরা ব্যবস্থা নেব। এখন বিশ্লেষণ চলছে কী করা হবে। তবে যে সিদ্ধান্তের কথা ভারতীয় ওয়েবসাইটে বলা হয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হলে দুই দেশ মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শনিবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞার তথ্য জানা যায়। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য দপ্তর (ডিজিএফটি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক, পানীয়, প্রক্রিয়াজাত খাবার (যেমন: বেকারি পণ্য, স্ন্যাকস, চিপস ও কনফেকশনারি), প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, রং, কেমিক্যাল, তুলা, সুতা ও কাঠের আসবাবপত্র স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে যাবে না। মাছ, ভোজ্যতেল, এলপিজি ও ভাঙা পাথরের মতো পণ্যের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তৈরি পোশাক কেবল ভারতের নাভা শেবা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। তবে এই নিষেধাজ্ঞা ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে যাওয়া বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 

নিষেধাজ্ঞার আওতায় থাকা বন্দরগুলোর মধ্যে রয়েছে–ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের স্থল শুল্ক স্টেশন ও সমন্বিত চেকপোস্ট (আইসিপি) এবং পশ্চিমবঙ্গের এলসিএস চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি।

এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

সাভারের চামড়া শিল্পনগরী চালু হয়েছে ৮ বছর আগে। কিন্তু এখনো সেখানে গড়ে ওঠেনি কোনো চিকিৎসাকেন্দ্র কিংবা শ্রমিকদের জন্য আবাসন সুবিধা। ফলে দুর্ঘটনা বা অসুস্থতার সময় শ্রমিকদের ছুটতে হয় দূরের সাভার বা...
ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের পর মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ারদর উল্লেখযোগ্যহারে কমে গিয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির...
বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে সমঝোতায় যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ। আন্তর্জাতিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস–কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান...
বিদায়ী সরকারের ১৫ বছরে ২০০ বিলিয়ন ডলারের বেশি বিদেশে পাচার হয়েছে। শ্বেতপত্র কমিটির রিপোর্টের এ তথ্য বিবেচনায় নিয়ে অর্থ ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক আইনি...
অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে দিন দিন বিভিন্ন রোগ বেড়েই চলেছে। এসব রোগের মধ্যে ডায়াবেটিস অন্যতম। বেশিরভাগ মানুষের ধারণা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস দেখা দেয়।...
ক্লাব বিশ্বকাপে অংশ নিতে ইন্তের মিলানো এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। কিন্তু দলটির গুরুত্বপূর্ণ এক সদস্য এখনো এশিয়াতে। ইরান-ইসরায়েল সংঘাতের কারণে ইতিহাসের প্রথম ৩২ দলের ক্লাব বিশ্বকাপের...
ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। 
জ্যৈষ্ঠের দুপুর। খাঁ খাঁ রোদ্দুর। গরমের তীব্রতায় পিচঢালা সড়ক গলে যাচ্ছে। খাগড়াছড়ির দীঘিনালা হয়ে রাঙামাটির লংগদু যেতে মেরুং ইউনিয়ন। মেরুংয়ে সড়ক ধরে কিছুদূর অগ্রসর হলে চংড়াছড়ি। হঠাৎ সড়কের পাশে একটি...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.