সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

সরকারের ধান-চাল সংগ্রহ অভিযানে তেমন ‘সাড়া নেই’

আপডেট : ১৮ মে ২০২৫, ০৬:৪৮ পিএম

সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান তেমন সাড়া ফেলতে পারছে না কৃষকদের মধ্যে। সরকারি গুদামে ধান-চাল দেওয়ায় পরিবহন খরচসহ নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয় কৃষকদের। আর দামও বাজারের মতো নয়। তাই হাটে বা ব্যাপারীদের কাছে ধান বিক্রিতে আগ্রহ বেশি কৃষকের।

সরকারি সংগ্রহ অভিযানের জন্য এবার ধানের দাম বাড়িয়ে প্রতিমণ ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, এরপরও সরকারি গুদামে ধান-চাল দেওয়ায় আগ্রহ কম নাটোরের কৃষকদের। 

জেলার একজন কৃষক বলেন, ‘সরকারের গোডাউনে ধান দিতে গেলে সারাদিন বসে থাকতে হয়। ইউএনওর কাছ থেকে সই আনতে হয়, ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়। তারপর ৭দিন পর টাকা পাওয়া যায়। বিভিন্ন ঝামেলা। বাড়িতে ধান বিক্রি করব, ব্যাপারি আসবে। ওরা চিটা বা খারাপ কিছুই দেখে না। নগদ টাকা পাওয়া যায়।’  

কুষ্টিয়ার চাষিরা বলছেন, সরকারকে ধান দিতে ভালো করে শুকিয়ে পরিবহন খরচ দিয়ে নিতে হয় গুদামে। অন্যদিকে, ভেজা-শুকনো সব ধরনের ধানই ব্যাপারি নিয়ে যান বাড়িতে এসে। তাই, সরকারের কাছে ধান বিক্রির চেয়ে ব্যাপারীদের কাছে ধান দেওয়ায় ঝক্কি কম।

একজন কৃষক বলেন, ‘সোনালি ব্যাংক থেকে টাকা তুলতে হবে। ঝামেলা, আমি ধরেন ৪–৫ দিন ঘুরলাম। সরকারকে ধান নিতে হলে চাষির কাছে আসতে হবে।’ 

পাবনার হাট-বাজারে মোটা ধান ১ হাজার ২৭০ টাকায় ও চিকন ধান ১ হাজার ৬০০ টাকা মণে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, সরকারি গুদামে বাজারের চেয়ে দাম কম, সঙ্গে ঝক্কি-ঝামেলাও বেশি। আবার ধান দেওয়ার পর টাকা পেতে অপেক্ষা করতে হয় বেশ কয়েকদিন।

একই অবস্থা লালমনিরহাট, রাজশাহীসহ অন্যান্য জেলাগুলোতে। তবে, খাদ্য অধিদপ্তরের আশা, ধানের দাম বাড়ানোর পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের নানা উদ্যোগে এবার সংগ্রহ বাড়বে।

রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন বলেন, ‘ধান কেনার ক্ষেত্রে সরকারের মূল লক্ষ্যই থাকে যে কৃষক যেন প্রকৃত মূল্য পায়। যদি কৃষক দাম পায় তখন আর সরকারকে দেবে না। কিন্তু আমরা মিল থেকে যেহেতু চাল কিনি, আমাদের সেই টার্গেট ফিলআপ হয়ে যায়।’

চলতি বছর রাজশাহী অঞ্চলে ৫৪ হাজার মেট্রিক টন ধান ও ২ লাখ ৭১ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

বাজারে চালের সংকট নেই তবু বিক্রি হচ্ছে চড়া দামে। ঈদের পর মোটা বা সরু সব চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে সাত টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান বিপুল চাল মজুত করায় বাজারে...
দেশে কালো টাকা সাদা করার আর কোনো সুযোগ থাকছে না। নৈতিক দিক বিবেচনায় আগামী অর্থবছরের বাজেটে তা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এসব কথা জানান।
২০২৪ সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ-এফডিআই কমেছে ১৩ শতাংশ। গত বছর নিট এফডিআই এসেছে ১২৭ কোটি ডলার। স্থানীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা। ফরেন ইনভেস্টরস চেম্বার বলছে, নীতির ধারাবাহিকতা,...
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। বেড়েছে মুরগি ও আলুর দাম। এছাড়া, শাক-সবজির বাজার স্থিতিশীল রয়েছে। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে, রাজনৈতিক অনিশ্চয়তাসহ কয়েকটি কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও খারাপ অবস্থায় রয়েছে। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতি সামনে এগিয়ে যাচ্ছে।
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা...
দিনাজপুরের বোচাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সাধক চন্দ্র রায় (২৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রামের একটি পুকুর  থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.