সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ভারতের আমদানি নিষেধাজ্ঞা

বিপাকে সোনামসজিদ স্থলবন্দরের তৈরি পোশাক রপ্তানিকারকেরা

আপডেট : ১৯ মে ২০২৫, ০১:৩৩ পিএম

স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে যাওয়া তৈরি পোশাক ও খাদ্যসামগ্রীর মতো পণ্যের ওপর ভারতের নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়েছেন রপ্তানিকারকেরা। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের রপ্তানিকারকেরা বেশি বিপাকে পড়েছেন। এই স্থলবন্দরটি দিয়ে কেবল তৈরি পোশাকই ভারতে যায়। 

সোনামসজিদ স্থল কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৬ মাসে এই স্থলবন্দর দিয়ে প্রায় ৪ হাজার মেট্রিক টন তৈরি পোশাক ভারতে রপ্তানি হয়েছে। যার রপ্তানিমূল্য ৫৬ লাখ ৩ হাজার ৩৯১ ডলার। রপ্তানি হওয়া পোশাকের মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, সোয়েট শার্ট ও টি-শার্ট। তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে গেলে এর প্রভাব পড়বে বন্দরের ব্যবসায়ীদের ওপর।
 
সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান জোহরা এন্টারপ্রাইজের নূর আমীন বলেন, ‘এই বন্দর দিয়ে খুব ছোট ছোট চালানে তৈরি পোষাক রপ্তানি হয়। তাই রপ্তানিকারকেরা সমুদ্র বন্দর দিয়ে পণ্য রপ্তানি করতে পারবেন না। কাজেই তারা ক্ষতির মুখে পড়বেন। ওই সব ব্যবসায়ীদের তৈরি পোষাক রপ্তানি একেবারেই বন্ধ করে দিতে হবে।’
 
বন্দরের আরেক রপ্তানিকারক বলেন, ‘ভারত হয়ত বাংলাদেশ সরকারের ওপর প্রতিশোধ নিচ্ছে। দিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বিষয়গুলো সমাধান করা উচিত। না হলে আমাদের মতো ছোট রপ্তানিকারকেরা ক্ষতির মুখে পড়বে।’
   
এদিকে সোনামসজিদ স্থল কাস্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম জানান, ভারত নিষেধাজ্ঞা দিলেও অন্যান্য বন্দরের মতো সোনামসজিদ স্থলবন্দরে কোনো রপ্তানিযোগ্য পণ্য আটকা পড়েনি।

 

দেশে এখনো ৩ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এর পাশাপাশি বৈষম্য বাড়ায় এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উঠে এসেছে একটি বেসরকারি প্রতিবেদনে।
প্রস্তাবিত বাজেটে শিশুখাদ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে পণ্যটির দাম বেশ খানিকটা বাড়বে বলে আশঙ্কা করছেন ক্রেতা ও বিক্রেতারা। বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, এমন...
ইরান-ইসরায়েল চলমান যুদ্ধের মধ্যেই আলোচনায় হরমুজ প্রণালি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে হরমুজ প্রণালীর পরিবহন পথ বন্ধ হয়ে যেতে পারে। আর এটি বন্ধ হলে বিশ্বব্যাপীই সামরিক ও বাণিজ্যিক অস্থিরতা...
চলতি অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। ১৫ জুন পর্যন্ত বন্দরে কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৭৭৯ টিইইউস। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬৩ শতাংশ...
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.