সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

এনবিআরের কলম বিরতি ৫ম দিনে, চট্টগ্রাম বন্দরে পণ্যজট

আপডেট : ১৯ মে ২০২৫, ০৫:২৩ পিএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো কলম বিরতিতে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। শুধু অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে রাজি নন তারা।  

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এই কলম বিরতিতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম। কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনে ব্যাহত শুল্কায়ন কার্যক্রম। এর প্রভাব পড়েছে পণ্য খালাসেও। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য খালাস নিতে না পারায় গুণতে হচ্ছে বাড়তি অর্থ। 

আমদানিকারকরা বলছেন, জরুরি খাদ্যপণ্য সময়মতো খালাস না হওয়ায় বাজারে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ছে। এ ছাড়া রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আয় কমারও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, শুল্ক কর্মকর্তাদের কলম বিরতিতে চট্টগ্রাম বন্দরে তৈরি হচ্ছে পণ্যজট। প্রতিদিন বেলা তিনটা পর্যন্ত কাজ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি। পাশাপাশি শুল্কায়নে দীর্ঘসূত্রিতায় পণ্যের ওপর মাসুলও বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে রাজস্ব আদায়ে বিরূপ প্রভাবে শঙ্কা করছেন ব্যবসায়ীরা।

দেশের আমদানি-রপ্তানির ৯২ ভাগ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এর প্রায় পুরোটা শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টম হাউসে। কিন্তু এনবিআর ভেঙে আলাদা দুটি বিভাগ চালুর প্রতিবাদে কলম বিরতিতে কাস্টমস হাউসের কর্মকর্তারা। 

গত বুধবার থেকে প্রতিদিন বিকেল ৩টা পর্যন্ত কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে রাজস্ব কার্যক্রম। দিনের শেষ ভাগে কাজ শুরু করায় ভোগান্তিতে পড়ছে সেবাগ্রহীতারা। 

একজন আমদানি-রপ্তানিকারক বলেন, ‘কেউ কোনো কাজ করতে পারছে না। ওখানে গিয়ে দেখা যায় তারা আস্তে–ধীরে কাজ করছে। হিসাবে আসলে সারাদিনই এটা বন্ধ আছে। পোর্টে যে ডেমারেজ আসছে এক্সপোর্ট ও ইমপোর্টের, এই টাকা সিঅ্যান্ডএফও দেবে না, কাস্টমসও দেবে না। এটা দেবে এক্সপোর্টার এবং ইমপোর্টার।’

গত ১০ মাসে চট্টগ্রাম কাস্টমস হাউজ দিয়েই রাজস্ব আদায় হয়েছে প্রায় ৬৩ হাজার কোটি টাকা। তবে কলম বিরতির প্রভাবে প্রতিদিন রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে রাজস্ব ঘাটতি বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। 

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জামাল উদ্দিন বাবলু বলেন, ‘বন্দরের ডেমারেজ চার্জ এখন ৪ গুণ বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটা পণ্যের ওপর এই ডেমারেজ চার্জ কনভার্ট করে, যে আমদানি করে সে পণ্যের দাম নির্ধারণ করে। অতএব পণ্যের মূল্য বাড়বে। আমদানি খরচও বাড়বে।’

৪ থেকে ৫ ঘণ্টা কর্মবিরতির পর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলছে শুল্কায়ন কার্যক্রম। এতে পণ্য খালাস কম হওয়ায় বন্দরে তৈরি হচ্ছে পণ্যজট। 

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘যেটা হচ্ছে কি, ৩টা পর্যন্ত কর্মবিরতির কারণে বিকেলের দিকে আমাদের প্রেশার হচ্ছে খুব বেশি। অনেকটা জটলা হয়ে যাচ্ছে। সারাদিনের যেটা কাজ সেটা যদি দিনব্যাপী হয়, তাহলে এর প্রেশারটা ডিস্ট্রিবিউট হয়ে যেতো।’

গত অর্থবছরে এই শুল্ক স্টেশন থেকে রাজস্ব আদায় হয় ৫৬ হাজার কোটি টাকা।

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে নেপাল। আজ রোববার মধ্যরাত থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। পিটিআইয়ের...
কিছু মৌসুমি ব্যবসায়ী কাঁচা চামড়া লবণ না দিয়ে দরকষাকষি এবং আড়তদারের কেনার অনীহায় কিছু চামড়া নষ্ট হয়েছে বলে দাবি করেছে শিল্প মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সই...
কোরবানি গরুর ফেলে দেওয়া নাড়ি-ভুঁড়ি, বিশেষ অঙ্গ এবং কান রপ্তানি করে বছরে আয় হচ্ছে শত শত কোটি টাকা। ফেলে দেওয়া এসব অঙ্গ যাচ্ছে মিয়ানমার, ভিয়েতনাম, চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। সরকারের...
বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে কনটেইনার ছিল ৩৬ হাজার ২১৫ একক। সেদিন পণ্য খালাস ও জাহাজীকরণ হয়েছে ৯ হাজার ৯৮৪ একক কনটেইনার। সোমবার ৪০ হাজার ৩৫৬ একক কনটেইনারের মধ্যে খালাস হয়েছে মাত্র ১৭০ একক।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তাঁর সমর্থকেরা। নগর ভবনে উপস্থিত রয়েছেন ইশরাক নিজেও। 
যশোরের অভয়নগরে হাসান শেখ (৩০) নামে এক প্রবাসীকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টটেনহাম হটস্পার ২০ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড ম্যাথিস তেলকে পাকাপাকিভাবে ক্লাবে আনতে যাচ্ছে। গত পাঁচ মাস ধারে টটেনহামের জার্সিতেই খেলা এই ফরোয়ার্ডের জন্য শর্তসাপেক্ষে বায়ার্ন মিউনিখকে ৪ কোটি ইউরো...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.