সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
Independent Television
 

পুঁজিবাজার নিয়ে টাস্কফোর্সের সুপারিশের সুফল নেই, হতাশ বিনিয়োগকারীরা

আপডেট : ২০ মে ২০২৫, ১০:৪৬ এএম

শেয়ার বাজারকে শক্তিশালী করতে টাস্কফোর্সের সুপারিশ বা প্রধান উপদেষ্টার নির্দেশনার প্রভাব দৃশ্যমান নয়। বরং বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত এক মাসে ঢাকার শেয়ারবাজারে প্রধান সূচক হারিয়েছে প্রায় ৩শ পয়েন্ট। প্রতিদিন পুঁজি হারিয়ে হতাশ বিনিয়োগকারীরা। এমন অবস্থায় বাজারে আস্থা ফেরাতে সরকারের নীতিগত সহায়তা চান বাজার সংশ্লিষ্টরা। 

শেয়ার বাজারে দীর্ঘ সময় ধরে পতনে বিনিয়োগকারীদের আস্থাহীনতা সংকটে রূপ নিচ্ছে। সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর একের পর এক বৈঠক ও আশ্বাসের পরও বাজার ঘুরে দাঁড়াতে পারছে না। গত এক মাসে ১৪ কার্যদিবসই শেয়ার বাজারে সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিইএসইএক্স হারিয়েছে ২৯৮ পয়েন্ট। এ সময় ডিএসইর বাজার মূলধনও কমেছে ২০ হাজার কোটি টাকার বেশি।

শেয়ার বাজারে অস্থিরতার জন্য বিএসইসির প্রধানসহ সংশ্লিষ্টদের দায়ী করছেন বিনিয়োগকারীরা। তাঁদের দাবি, কয়েক লাখ বিনিয়োগকারী ফোর্সড সেলের শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছে। এতে তাদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে হতাশাও। 

বাজারের টানা দরপতনের প্রতিবাদে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি করেছেন শেয়ার বাজারের বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। সম্প্রতি এ নিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। বিক্ষোভকালে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের আয়নাঘরে।’ এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, যদি এই সরকার পুঁজিবাজার নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত।

বিক্ষোভে অংশ নেওয়া এক বিনিয়োগকারী বলেন, ‘আমাদের প্রথম দাবি মাকসুদ সাহেবের পদত্যাগ।’  

পুঁজিবাজারের পরিস্থিতি উন্নয়নে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আসছে বাজেটে কর ছাড়সহ বেশ কিছু প্রস্তাব সরকারকের কাছে দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। সরকারও বাজারে গতি ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে আন্তরিক বলে জানান তারা।

পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, যখনই সাধারণ বিনিয়োগকারীরা দেখবে সরকার শুধু কথা বলছে না কাজও করছে তখন আস্থাটা ফিরে আসবে।  

এক সময় দেশের শেয়ার বাজারে ৩০ লাখের বেশি সক্রিয় বিনিয়োগকারী ছিল। এখন তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে নেতিবাচাক ঢাকা স্টক এক্সচেঞ্জ। এসময়, ডিএসইর প্রধান সূচক কমেছে ৪৩ দশমিক নয় সাত পয়েন্ট। লেনদেন আবারও নেমে এসেছে ৩০০ কোটির ঘরে। এছাড়া শেয়ারদর কমেছে প্রায় ৭০ ভাগ কোম্পানির।...
ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের পর মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ারদর উল্লেখযোগ্যহারে কমে গিয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির...
প্রস্তাবিত বাজেট দেশে বিনিয়োগ বাড়াতে সহায়ক হবেনা বলে মনে করে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স। সংগঠনটি বলছে, সৎ ও নিয়মিত করদাতা প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত করের চাপ দেওয়া হয়েছে। এতে কর্মসংস্থানের...
টানা ছয় কর্মদিবসে ১৮৬ পয়েন্ট পতনের পর শেয়ার বাজার বাজেটকেন্দ্রিক প্রণোদনার কিছুটা উত্থানে ফেরে। তবে, ২ জুন বাজেট ঘোষণার পর আবারও  নেতিবাচক অবস্থায় বাজার। মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক...
বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় এলাকায় সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। গত সোমবার সন্ধ্যায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে...
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের দিঘলীর রমাপুর এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় নুরুল হক নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে রমাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.