সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
Independent Television
 

রেমিট্যান্সের ওপর করারোপের প্রস্তাব আমেরিকায়, সংকটের আশঙ্কা

আপডেট : ২০ মে ২০২৫, ০৭:৪২ পিএম

অভিবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ করারোপের প্রস্তাব দিয়েছে আমেরিকা। ফলে, ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে হুন্ডি প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। যদিও কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, প্রবাসীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশে রেমিট্যান্স আসার অন্যতম উৎস আমেরিকা। চলতি অর্থবছরের প্রথম ১০ মাস (জুলাই থেকে এপ্রিল) দেশটি থেকে প্রবাসী আয় এসেছে ৪২৭ কোটি ১০ লাখ ডলার, যা দেশে আসা মোট প্রবাসী আয়ের ১৮ শতাংশ।

এদিকে, গত রোববার আমেরিকার অভিবাসীদের প্রবাসী আয়ে ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব পাস হয়েছে। এতে, আওতাভুক্ত হবে গ্রিন কার্ডধারী ও এইচ-১বি ভিসাপ্রাপ্তরাও, যা আইনে পরিণত হলে দেশটি থেকে অবৈধভাবে প্রবাসী আয় আসা বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, ‘এগুলো কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। এরই মধ্যে এ নিয়ে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর একটা ইমেডিয়েট ইমপ্যাক্ট পড়বে বাংলাদেশের অর্থনীতিতে। এবং সেটা রেমিট্যান্স প্রবাহের ওপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে।’

তবে, এ সিদ্ধান্তে দেশে আসা প্রবাসী আয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এটা বড় ধরনের কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। তারপরও সরকার অবশ্যই বিষয়টি দেখবে এবং প্রবাসী যারা রেমিট্যান্স পাঠাচ্ছে তাদের পরিবারও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টিও সরকার দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।’

প্রবাসী আয় হলো দেশে মার্কিন ডলার জোগানের একমাত্র দায়বিহীন উৎস। ট্রাম্পের প্রস্তাবিত ৫ শতাংশ কর বাস্তবায়িত হলে উন্নয়নশীল দেশগুলোর এ দায়বিহীন ডলার পাওয়ার সম্ভাবনা কমে যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে আমেরিকা থেকে প্রবাসী আয় এসেছে ৩৩ কোটি ৭ লাখ ডলার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ওপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছেন। গ্রিন কার্ডধারী ও এইচ-১বি ভিসাপ্রাপ্তরাও এর আওতায় পড়বেন। দেশটির হাউস অব রেপ্রেজেনটেটিভে এই বিল পাস হয়েছে। এরপর তা সিনেটে উত্থাপিত হবে। 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কোরবানি ঈদ ঘিরে পশু কেনা-বেচা, চামড়া, পরিবহন, পশুর খাদ্য, লবণ, দা-বটি, হাট ইজারা, রেমিট্যান্সসহ নানা খাতে আর্থিক লেনদেন বেড়েছে। যা দেশের অর্থনীতির চাকায় আরও গতি সঞ্চার করেছে। এ বছর কোরবানির...
চলতি অর্থবছরের জুলাই থেকে মে এই ১১ মাসে প্রবাসী আয় এসেছে ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার বেশি। এতে ডলারের সংকট অনেকটাই কেটে যাচ্ছে বলে মনে করেন ব্যাংক...
বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছে এনবিআর। এর আওতায় বিদেশ ফেরত যাত্রীরা স্বর্ণ ও মোবাইল আনতে পারবেন বছরে একবার। এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, বৈধ উপায়ে স্বর্ণের...
নরসিংদীর পলাশে সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদ করাসহ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মেয়র প্রত্যাশী বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলের ওপর হামলা করে তাঁকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের...
ঘটনাস্থলে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে থাকা একজন সংবাদদাতা বলেছেন, ‘স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টার দিকে ড্রোনটি ভূপাতিত করা হয়। কোনো স্থাপনায় আঘাত করার আগেই ড্রোনটিকে গুলি করে ধ্বংস করা হয়েছে।’
পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি সম্প্রতি জুনিয়র অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে নিজ দলে নিতে চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি একই সঙ্গে বলেছেন, যারা ভালো মানুষ তাদের তারা বাদও দেবেন না।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.