সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

ভারতের নিষেধাজ্ঞায় ব্যাহত সীমান্ত বাণিজ্য

আপডেট : ২১ মে ২০২৫, ০৫:২৮ পিএম

স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় ব্যাহত হচ্ছে সীমান্ত বাণিজ্য। গার্মেন্টস পণ্যসহ নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পণ্যবাহী ট্রাক ফেরত যাচ্ছে স্থলবন্দর থেকে। সড়কপথে পণ্য পাঠাতে না পেরে বিপাকে ব্যবসায়ীরা। নৌ ও আকাশপথে পণ্য রপ্তানিতে খরচ ও সময় দুটোই বাড়বে, তাই আগের এলসি করা পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল চান তারা।

বেনাপোল
ভারতের সঙ্গে স্থলপথে বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর যশোরের বেনাপোল। তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সাবান, মাছ, কেমিক্যালসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। চলতি অর্থবছরে রপ্তানির শীর্ষে ছিল গার্মেন্টস পণ্য। তবে গত ১৭ মে স্থলপথে গার্মেন্টসসহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর জেরে বেনাপোল বন্দর থেকে ফেরত গেছে শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

বন্দরের এক কর্মকর্তা বলেন, এই পণ্য যদি সমুদ্র পথে, বিমানবন্দর দিয়ে রপ্তানি হয়, তাহলে খরচ ও সময় তিন থেকে চার গুণ বৃদ্ধি পাবে।

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ হওয়া বিপাকে রপ্তানিকারকেরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনচাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক পাঠানো হতো ভারতে। এ স্থলবন্দর দিয়ে গত ৬ মাসে ৫৬ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। আকস্মিক নিষেধাজ্ঞায় রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন উৎপাদকেরা।

সোনামসজিদ স্থলবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘সোনা মসজিদ স্থল বন্দরে রপ্তানি না হলে আমরা এদিক থেকে বঞ্চিত থাকব।

সিলেট
সিলেটের চাতলা, শ্যাওলা, জকিগঞ্জসহ কয়েকটি স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, ফলমূল রপ্তানি হয়ে থাকে। ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞার জেরে সেভেন সিস্টার্সসহ সিলেট সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকায় পণ্যের দাম বাড়বে। 

নিষেধাজ্ঞার জেরে সেভেন সিস্টার্সসহ সিলেট সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকায় পণ্যের দাম বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনতামাবিল স্থলবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘আমদানিকারক, রপ্তানিকারক যেই ডলারে নিবে সেই ডলারেই কস্টিং করে বিক্রি করবে। ক্ষতিগ্রস্ত হবে জনগণ।’

ব্রাহ্মণবাড়িয়া
ভারতের নিষেধাজ্ঞার জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দৈনিক ৪০ লাখ টাকার পণ্য রপ্তানি কমেছে, বলছেন ব্যবসায়ীরা। রপ্তানি ৩০ ভাগ কমায় স্থলবন্দরের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে, জানালেন কর্তৃপক্ষ। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রপ্তানি ৩০ ভাগ কমেছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনআখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ‘আগে প্রতিদিন যেন ৩০ থেকে ৪০টি গাড়ি। আর এখন ১০ গাড়ি চলে আসছে। কিন্তু ওই পণ্যগুলো আমরা রপ্তানি বেশি করতাম।’

লালমনিরহাট
নিষেধাজ্ঞা দেওয়ার পর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে রপ্তানির ফলের জুস, বিস্কুট, নুডলস, তুলা ও সুতা বহনকারী অন্তত ১৮টি পণ্যবাহী ট্রাক ফেরতে গেছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়েও ভারতে প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী ও প্লাস্টিক পণ্য রপ্তানি বন্ধ হয়েছে। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা সব পণ্য রপ্তানি স্বাভাবিক আছে।

প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন বেনাপোল, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট জেলার প্রতিনিধি।

সাভারের চামড়া শিল্পনগরী চালু হয়েছে ৮ বছর আগে। কিন্তু এখনো সেখানে গড়ে ওঠেনি কোনো চিকিৎসাকেন্দ্র কিংবা শ্রমিকদের জন্য আবাসন সুবিধা। ফলে দুর্ঘটনা বা অসুস্থতার সময় শ্রমিকদের ছুটতে হয় দূরের সাভার বা...
ট্যানারি মালিকদের কাছে পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীদের পাওনা ১১০ কোটি টাকা। এই টাকা আদায়ে টানাপড়েন চলছে কয়েক যুগ ধরে। এ পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন উল্লেখ করে সরকারি হস্তক্ষেপ চান...
বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে সমঝোতায় যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ। আন্তর্জাতিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস–কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান...
কিছু মৌসুমি ব্যবসায়ী কাঁচা চামড়া লবণ না দিয়ে দরকষাকষি এবং আড়তদারের কেনার অনীহায় কিছু চামড়া নষ্ট হয়েছে বলে দাবি করেছে শিল্প মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সই...
চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রধান...
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের প্রাণহানির সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২ জন নিহত হয়েছেন এবং...
চট্টগ্রাম জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির পদে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম। এর আগে এই পদে ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তবে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়া আসনের...
শুধু আফ্রিকা কেন, লর্ডসে যেকোনো দলের জন্যই এ লক্ষ্য কতটা কঠিন, সেটা পরিসংখ্যানের দিকে তাকালে সহজেই বোঝা যায়। লন্ডনের এ ভেন্যুতে চতুর্থ ইনিংসে ২৮২ বা এর চেয়ে বেশি রানে তাড়া করে জেতার রেকর্ড আছেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.