সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

এবার এনবিআর কর্মীদের অসহযোগের ডাক 

আপডেট : ২১ মে ২০২৫, ০৪:২৯ পিএম

এনবিআর বিভক্তির অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে লাগাতার অসহযোগের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে দাবিগুলোর স্মারকলিপি পাঠানো হবে। 

এনবিআর কর্মীরা বলেন, দেশের সব আয়কর, ভ্যাট ও কাস্টমস অফিসের পাশাপাশি রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মসূচির আওতাভুক্ত থাকবে। 

এছাড়া আগামী শনি ও রোববার ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগ কর্মবিরতি পালন করবে। সোমবার আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে অন্যান্য বিভাগের কর্মকর্তারা পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। 

এর আগে, মঙ্গলবার সচিবালয়ে আন্দোলনরত এনবিআর কর্মীদের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, এনবিআর যেভাবে দুই বিভাগে ভাগ করা হয়েছে, সেভাবেই থাকবে।

রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, অর্থ উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই কলম বিরতি পালন করে আসছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে সোমবার রাতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল। 

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এই কলম বিরতিতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম। কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনে ব্যাহত শুল্কায়ন কার্যক্রম। এর প্রভাব পড়েছে পণ্য খালাসেও। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য খালাস নিতে না পারায় গুণতে হচ্ছে বাড়তি অর্থ।

আমদানিকারকরা বলছেন, জরুরি খাদ্যপণ্য সময়মতো খালাস না হওয়ায়, বাজারে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ছে। এছাড়া রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আয় কমারও শঙ্কা করা হচ্ছে।

গত ১২ মে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে আপত্তি জানিয়ে প্রজ্ঞাপন বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যরা।

পরদিন এনবিআরের আওতাধীন সব কার্যালয়ে কলম বিরতি কর্মসূচির পালনের সিদ্ধান্ত নেয় রাজস্ব কর্মকর্তারা। তবে, এ সময় আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি এবং এনবিআরের জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বাইরে রাখা হয়।

আগামী অক্টোবরের মধ্যে শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংক মিলে একটি বড় ব্যাংক গঠন করা হতে পারে। নতুন এই ব্যাংকের যাত্রার শুরুতে মূলধন জোগান দেবে সরকার। তবে, নিজেদের আর্থিক অবস্থা ভাল দাবি করে একীভূত...
দেশের ব্যাংক খাত সংস্কারে ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এই ঋণের মাধ্যমে নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, করপোরেট গভর্নেন্স উন্নয়ন, সম্পদের মান নিশ্চিতকরণ এবং...
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ইতিবাচাক ঢাকা স্টক এক্সচেঞ্জ। এসময়, ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩৭ দশমিক এক তিন পয়েন্ট। তবে লেনদেন এখনও রয়েছে ৩০০ কোটির ঘরে। শেয়ারদর বেড়েছে প্রায় ৫১ ভাগ কোম্পানির। এদিকে,...
আমদানি করা লিফটের ওপর প্রস্তাবিত বাজেটে আরোপিত ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)।
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.