সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম-মুরগির দাম

আপডেট : ২৩ মে ২০২৫, ০৫:১৬ পিএম

সপ্তাহের ব্যবধানে মুরগি ও ডিমের দাম বেড়েছে। তবে, কিছুটা কমেছে আতপচালের দাম। মোটা চাল কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা। স্থিতিশীল আছে আদা ও রসুনের দাম। ঈদকে সামনে রেখে বাজারে স্বস্তি চান ক্রেতারা।

কিছুদিন ধরেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল। এক মাস আগেও খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিমের দাম ছিল ১১০ থেকে ১১৫ টাকা। অথচ প্রতি ডজন ডিম এখন বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকায়। 

এক ডিম বিক্রেতা বলেন, ‘লাল ডিম ১৩০ টাকা করে, সাদাটা ১২৫ টাকা। ডিমের দাম আগের সপ্তাহে যে কয়টাকা বেড়েছিল তাই আছে।’

ডিম কিনতে আসা এক ক্রেতা ইনডিপেনডেন্টকে বলেন, ‘ডিমের দাম বাড়ছে, তেল, চিনি এগুলোর দামতো একটুকুও কমেনি।’     

মুরগির দামও কিছুটা বেড়েছে। কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকায়।

মুরগি বিক্রেতা বলেন, ‘বয়লার ১৬০ থেকে ১৭০, সোনালি ২৬০ থেকে ২৭০ এর ভেতরে।’

পেঁয়াজের দাম বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে, রসুন-আদার দাম স্থিতিশীল আছে। প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে। এছাড়া প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। 

পেঁয়াজ-রসুন বিক্রেতা বলেন, ‘আদা ১২০ টাকা, পেঁয়াজ একটা ৫০ একটা ৬০ টাকা কেজিতে বিক্রি করছি।’

পিঠা, রুটি ও উৎসব আয়োজনের অনুষঙ্গ আপতপচাল। প্রকারভেদে মোটা আতপচাল কেজিতে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৬ টাকায়। প্যাকেটজাত পোলাওয়ের চাল কেজিতে কমেছে ১৫ টাকার মতো। বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

ঈদের আগে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা। 

এদিকে সারা দেশে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে সব ধরনের সবজির। স্থিতিশীল আছে ডিম, পেঁয়াজ, রসুন ও আদার দাম। তবে সরবরাহ কমের অজুহাতে বেড়েছে মাছের দাম।

চট্টগ্রামে গেলো সপ্তাহের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে সবজির দাম। কেজিতে ১০ টাকা কমে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৩০ টাকায়। আগের দামেই ২৭০ টাকায় মিলছে সোনালী মুরগি।

রাজশাহীতে পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায় ।  কেজিতে ১০ টাকা বেড়ে  কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। সলেটে দাম কমেছে রসুনের। কেজি প্রতি রসুন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১৯০ টাকা। কমেছে মাংসের দামও। খুলনার বাজারে  গত এক সপ্তাহের চেয়ে কেজিতে ৩ থেকে ৪ টাকা কমেছে সব ধরনের চালের দাম। তবে সরবরাহ কমের অজুহাতে বরিশালে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম।

সাভারের চামড়া শিল্পনগরী চালু হয়েছে ৮ বছর আগে। কিন্তু এখনো সেখানে গড়ে ওঠেনি কোনো চিকিৎসাকেন্দ্র কিংবা শ্রমিকদের জন্য আবাসন সুবিধা। ফলে দুর্ঘটনা বা অসুস্থতার সময় শ্রমিকদের ছুটতে হয় দূরের সাভার বা...
বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে সমঝোতায় যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ। আন্তর্জাতিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস–কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান...
বিদায়ী সরকারের ১৫ বছরে ২০০ বিলিয়ন ডলারের বেশি বিদেশে পাচার হয়েছে। শ্বেতপত্র কমিটির রিপোর্টের এ তথ্য বিবেচনায় নিয়ে অর্থ ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক আইনি...
চলতি অর্থবছর শেষে বাংলাদেশের ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে এক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছে সংস্থাটি।
টটেনহাম হটস্পার ২০ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড ম্যাথিস তেলকে পাকাপাকিভাবে ক্লাবে আনতে যাচ্ছে। গত পাঁচ মাস ধারে টটেনহামের জার্সিতেই খেলা এই ফরোয়ার্ডের জন্য শর্তসাপেক্ষে বায়ার্ন মিউনিখকে ৪ কোটি ইউরো...
ইরান দাবি করেছে, সম্প্রতি ইসরায়েলের ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তারা তাদের নতুন ‘হাজ কাসেম’ নামের একটি ম্যানুভারেবল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। রাষ্ট্রীয় সংস্থা ফারস নিউজ জানিয়েছে, শনিবার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.