জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মীদের কর্মবিরতিতে বন্ধ আমদানি কার্যক্রম। তবে চালু আছে শুধু রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার অধ্যাদেশ বাতিলের দাবিতে শনিবার সংস্থার প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের অফিসগুলোর সব কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার সকাল নয়টা থেকেই কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সব দপ্তরে চলে কর্মবিরতি। আগামী সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।
তবে দাবি পূরণ না হলে ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া এনবিআরের সব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গত বৃহস্পতিবার শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ অক্ষুণ্ন রেখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দেয় অর্থ মন্ত্রণালয়। কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা তাদের কর্মসূচি বহাল রাখেন।