সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

সবার চিন্তায় নির্বাচন, আর্থিক খাতে কোনো রোডম্যাপ নেই: লুৎফে সিদ্দিকী

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:১৯ পিএম

দেশের আর্থিক খাতে কোনো রোডম্যাপ নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী দাবি করেছেন, সবার চিন্তা শুধু নির্বাচনের রোডম্যাপ নিয়ে। শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে তিনি আরও জানান, জিএসপি নিয়েও দেশ মামলা লড়ছে, তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। 

এসময় এলডিসি উত্তরণ নির্ধারিত সময়ে হবে বলেও জানান তিনি।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বেসরকারি খাত কতটুকু প্রস্তুত, কী করনীয়-তা নিয়ে ঢাকা চেম্বারের এ সেমিনার। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না থাকায় অনেক সমস্যায় পড়তে হচ্ছে। রপ্তানি বাণিজ্যে ভালো করতে পণ্যের বৈচিত্র্যকরণে জোর দেন তারা। 

এলডিসি উত্তরণের আগেই সময়োপযোগী বাণিজ্য নীতি জরুরি বলে মত দেন অর্থনীতিবিদরা। পরামর্শ দেন, খাত ভিত্তিক আলাদা পরিকল্পনার। 

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘শুধু ট্যারিফ রিফর্ম করলেই হবে না। ওভারঅল রিফর্ম, ট্যাক্সেশন রিফর্মের জায়গা থেকে জিনিসটাকে চিন্তা করে আনতে হবে। মর্ডানাইজিং ইমপোর্ট পলিসি, শুধুমাত্র আমি ট্যারিফ লিবারেলাইজ করলাম কিন্তু আমি ট্রেড ফ্যাসিলিটেশন ইমপ্রুভ করলাম না, তাতেও কিন্তু আমরা এটার লাভটা পাব না।’

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, দেশের বাণিজ্যিক উন্নয়নে সবার সহযোগীতা দরকার হলেও, আলোচনা হচ্ছে শুধু রাজনৈতিক বিষয়ের ওপর।

লুৎফে সিদ্দিকী বলেন, ‘শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন সেটা হলো ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এটাই আমাদের কাছে থাকা সবচেয়ে নির্দিষ্ট রোডম্যাপ। আর এটা নিয়ে এখন চিল্লা চিল্লি হচ্ছে যে এটাকে যেন আরেকটু টাইট করা হয়। এটা ছাড়া আর কোন রোডম্যাপ আছে আমাদের? কোন সেক্টরে? আমার কোনো ধারণা নেই।’

রপ্তানি বাণিজ্যে ভালো করতে জ্বালানি নিরাপত্তা ও ব্যাংক খাতে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বানও উঠে আসে সেমিনারে।

চলতি বছরের মে পর্যন্ত বাংলাদেশের কাছে ৭০ কোটি ডলার পাওনার দাবি আদানির বিদ্যুৎ কেন্দ্রের। কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে বকেয়া ৫০ কোটি ডলারের কম। কয়লার দাম নিয়ে ভিন্নমতের...
চলতি অর্থবছর শেষে বাংলাদেশের ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে এক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছে সংস্থাটি।
এ বছর ১৫ থেকে ২০ শতাংশ কম কোরবানি হওয়া এবং লাম্পি স্কিন রোগের কারণে চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান...
গত বছরের তুলনায় এবার কাঁচা চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং কলেজের সামনের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর। এখনও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে, করোনাভাইরাস সাধারণ জ্বর, সর্দি বা মৌসুমি ইনফ্লুয়েঞ্জার রূপ নিয়েছে। বহনকারীদের বেশির ভাগ পরীক্ষা করছেন না। ফলে সংক্রমণের সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না। প্রকৃত করোনা রোগী অনেক বেশি ধারণা করা...
যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলছে। আজ শনিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশের যমুনা সেতু থেকে...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, এতে এখন পর্যন্ত ৮০ জন নিহত হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সরাসরি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.