সেকশন

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

কোরবানির আগে রাজধানীতে পশুখাদ্যের বাজার জমজমাট

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৭:২৬ এএম

ঈদুল আজহায় জমজমাট পশুখাদ্য ও আনুষঙ্গিক পণ্যের বাজার। ঈদের আগের কয়েক দিন এসব পণ্য নিয়ে রাজধানীতে ভিড় করেন মৌসুমি ব্যবসায়ীরা। ফলে শহরে বসেই ক্রেতারা পান কোরবানির পশুর প্রয়োজনীয় নানা খাবার। একইসাথে লাভবান হন ব্যবসায়ীরাও। ঈদের আগের দিন বিক্রি সবচেয়ে ভালো হয় বলে জানান তারা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীতে জমে উঠেছে কোরবানির আনুষঙ্গিক সামগ্রীর বাজার। বিশেষ করে গরু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহৃত গাছের গুঁড়ি বা খাইট্টা এবং হোগলা পাটির চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি পশুখাদ্য, বাঁশের চাটাই, ঝুড়ি, ঝাড়ু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিক্রিও বেড়েছে।

ঈদের কয়েকদিন আগে থেকেই রাজধানীর বাড্ডা, কারওয়ান বাজারসহ পাড়া মহল্লায় বসেছে এসব পণ্যের মৌসুমি দোকান। বিক্রেতারা জানাচ্ছেন, ঈদের আগের তিন-চার দিনই মূল বিক্রি হয়। বাজারে আকার ও কাঠের ধরণভেদে খাইট্টা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।

একজন মৌসুমি ব্যবসায়ী বলেন, ‘দুই একদিনের জন্য তো। বেচা বিক্রি সেরকম না, আজকে হয়ত কিছুটা হবে। গত দুইদিন তেমন বিক্রি হয়নি।’ 

আগেভাগেই কোরবানির পশু কিনে ফেলেছেন অনেকে। ফলে পশুখাদ্যের চাহিদাও বেড়েছে।

একজন ক্রেতা বলেন, ‘দামটা একদিন আগে অনেক কম ছিল। এখন দেখা যাচ্ছে যে ঘাস কম। এ কারণে ডিমান্ডও বেড়ে গেছে।’

রাজধানীতে প্রতি আঁটি শুকনা বা কাঁচা ঘাস বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়, ভুসি প্রতি কেজি ৬০-৮০ টাকা, খইল ১০০ টাকা এবং ধানের তুষ ৩০ টাকায়। কাঁঠালপাতার আঁটি বিক্রি হচ্ছে ৫০-১০০ টাকায়।

ঈদের আগে কোরবানির আনুষঙ্গিক পণ্যের দাম কিছুটা বেড়েছে বলে জানান ক্রেতারা।

বর্ষার শুরুতেই সবজিসহ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি বাড়ছে। এখনো বেশ চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। দুই সপ্তাহের ব্যবধানে ২০০ টাকার মতো দাম বেড়েছে কাঁচা মরিচের। এ ছাড়া শসা, টমেটোসহ দাম বাড়তি...
শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে আলোচনা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। এজন্য অর্থনীতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার তাগিদ দিয়েছেন তারা। 
শুধু ভালো শেয়ার নয়, আস্থা বাড়াতে পুঁজিবাজারে বড় ধরনের সংস্কার আনতে হবে বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম...
টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। কাঁচা মরিচের কেজিতে দাম বেড়েছে ৩০০ টাকার মতো। এ ছাড়া, বেশকিছু সবজির কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। ব্রয়লার ও সোনালি মুরগির কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে,...
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও হুমকি দিয়েছেন যে, ব্রিকস গ্রুপের দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর তিনি ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি বলেন, যদি এই দেশগুলো প্রকৃত...
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল আফগানিস্তান। ওই সময় খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের...
শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ শনিবার সকাল শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা। পরিবেশন হচ্ছে হামদ ও নাত। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.