ঈদের পর রাজধানীর বাজারগুলোতে ক্রেতা কম থাকায় সবজি ও মুরগির দাম কমেছে। মঙ্গলবার প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এদিকে, বাজারে সোনালি মুরগী বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকায় আর ব্রয়লারের দাম ১৬০ থেকে টাকা।
কোরবানির ঈদের চতুর্থ দিনে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করছেন রাজধানীবাসী। এসময় বাজারগুলোতে সবজির চাহিদা কম। তাই সবজির সরবরাহও কম হচ্ছে। তবে, দাম স্থিতিশীল আছে।
বর্তমানে প্রতি কেজি হাইব্রিড জাতের শসা ৪০-৫০ টাকা ও দেশি শসা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। প্রতি কেজি দেশি গাজর ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর টমেটো ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবুর ডজন ৩০-৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
কমেছে মুরগির দামও। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। সোনালি মুরগি প্রতি কেজি ২৬০ থেকে ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, লম্বা ছুটির কারণে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়েছেন। আগামী সপ্তাহে লোকজন ঢাকায় ফেরা শুরু করলে দাম বাড়বে।
ঈদ পরবর্তী বাজারে বেশিরভাগ গরুর মাংসের দোকান বন্ধ রয়েছে। দুই একটি দোকান খোলা থাকলেও নেই পর্যাপ্ত বেচাকেনা।