সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে আজ

আপডেট : ১৫ জুন ২০২৫, ১২:০২ পিএম

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে নেপাল। আজ রোববার মধ্যরাত থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

পিটিআইয়ের বরাত দিয়ে ভারতের আরেক সংবাদমাধ্যম ইকনোমিক টাইমস জানিয়েছে, আজ থেকে ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করতে যাচ্ছে নেপাল।

নেপালে উৎপাদিত বিদ্যুৎ ভারতীয় ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশে রপ্তানির জন্য গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, নেপাল ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ জুন (আজ) রাত ১২ টায় বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো হবে।

এর আগে, গত বছর চুক্তিটি কার্যকর করার প্রতীকী পদক্ষেপ হিসেবে নেপাল গত বছরের ১৫ নভেম্বর একদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছিল।

নেপাল ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে, এই বিদ্যুতের মূল্য ধরা হচ্ছে প্রতি ইউনিট শূন্য দমশিক শূন্য ৬৪ ডলার বা ৬ দশমিক ৪ সেন্ট।

বাংলাদেশ আগামী পাঁচ বছরের জন্য নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে সম্মত হয়েছে।

আমদানি-রপ্তানির তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারে ত্রুটির কারণে গত ১৩ দিন ধরে ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। আর গত পাঁচদিন ধরে প্রায় বন্ধ রয়েছে বেশিরভাগ...
বিদায়ী অর্থবছর পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৭ হাজার ১১৪ কোটি ডলার। অন্যদিকে, এ সময় প্রায় ৯ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে রপ্তানি আয় এসেছে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের বেশি। এতে বাণিজ্য ঘাটতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ২...
প্রতিযোগিতা এড়িয়ে বিদায়ী সরকার ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক অনুমোদন দিয়েছিল। এসব প্রকল্প বাতিল করে অন্তর্বর্তী সরকার পুনরায় দরপত্র দিলেও তেমন সাড়া মেলেনি। এজন্য উন্মুক্ত দরপত্রের পদ্ধতি...
এনবিআর কর্মসূচির প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রম ও আমদানি-রপ্তানিতে। চট্টগ্রাম বন্দরেই রপ্তানির প্রায় ১৪ হাজার কনটেইনারের জট লেগে আছে। ফলে, চরম ক্ষতির মুখে রপ্তানিকারকরা। অর্থনীতিবিদদের মতে, এই...
গত বুধবার (১৩ জুলাই) উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও জেড ফ্লিপ ৭ স্মার্টফোন দুটি। তার একদিন পর, অর্থাৎ বৃহস্পতিবারই জানা যায়, চলতি বছরই একটি ট্রাই-ফোল্ড বা তিন ভাঁজ ফোন বাজারে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.