বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ জুন পর্যন্ত মোট রিজার্ভ প্রায় ২ হাজার ৬১৫ কোটি ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, এসময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
এর আগে, ২৭ মে পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার।
এদিকে, জুন মাসের প্রথমার্ধে দেশে বৈধপথে প্রায় ১১৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের ১১ মাসে প্রায় ৫ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে দেশে।