ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়তে থাকায়, এ ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হচ্ছে অনেক ব্যাংক। ফলে চলতি বছরের মার্চ শেষে প্রভিশন ঘাটতির পরিমাণও আশঙ্কাজনকভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৫৫ কোটি টাকা।
যা গত বছরের একই সময়ের চেয়ে ছয়গুণ বেশি। গত বছরের মার্চ শেষে প্রভিশন ঘাটতি ছিল ২৬ হাজার ৫৮৫ কোটি টাকা। এক বছরে তা ছয়গুন বেড়ে হয়েছে প্রায় পৌনে ২ লাখ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঘাটতি ৬৩ হাজার ৯৬৬ কোটি টাকা।
অন্যদিকে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি ১ লাখ ৭ হাজার ৩৪০ কোটি টাকা। শুধু জানুয়ারি থেকে মার্চ তিন মাসেই ঘাটতি বেড়েছে ৬৪ হাজার ৫২৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘খেলাপি ঋণ বাড়া মাত্র প্রভিশন বাড়বে, কিন্তু ব্যাংক সেটা পূরণ করতে পারেনি ফলে প্রভিশন ঘাটতি হবে, প্রভিশন ঘাটতি হলে সরাসরি প্রভাব পড়বে মূলধনে। এটা চেইন প্রভাব।’