সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

অক্টোবরের মধ্যে একীভূত হচ্ছে শরিয়াহভিত্তিক ৫ ব্যাংক 

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:৫৫ পিএম

আগামী অক্টোবরের মধ্যে শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংক মিলে একটি বড় ব্যাংক গঠন করা হতে পারে। নতুন এই ব্যাংকের যাত্রার শুরুতে মূলধন জোগান দেবে সরকার। তবে, নিজেদের আর্থিক অবস্থা ভাল দাবি করে একীভূত হওয়ার পক্ষে নয় এ তালিকায় থাকা এক্সিম ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, দুর্বল ব্যাংকে গ্রাহকের আস্থা ফেরাতে ও সুশাসনের জন্য একীভূত করার বিকল্প নেই।

আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় একের পর এক ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংকগুলো। নামে বেনামে ঋণ, দুর্নীতি ও পাচারের ফলে দুর্বল হয়ে পড়ে ডজন খানেক ব্যাংক। পরে কয়েক ধাপে তারল্য সহায়তা দিয়েও ঘুরে দাঁড়াতে  পারেনি বেশ কয়েকটি ব্যাংক। শেষ পর্যন্ত শরিয়াহভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যমতে, দুর্বল পাঁচটি ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ৯৬ শতাংশের ওপরে। ৯৪ শতাংশ খেলাপি ঋণ গ্লোবাল ইসলামী ব্যাংকের। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ৯৩ শতাংশ আর এসআইবিএল এর খেলাপি ৫৮ শতাংশ। তবে ২৮ শতাংশ খেলাপি ঋণ নিয়ে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংক বলছে, দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার মাধ্যমে মূলধন জোগান দেয়ার পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে।  

বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘একই শ্রেণিভুক্ত ব্যাংকগুলোকে একীভূত করে একটি ব্যাংকে পরিণত হবে। অন্তর্বর্তী সময়ের জন্য এটার মালিকানা ও পরিচালনার দায়ভার সরকার গ্রহণ করবে। আবার উপযুক্ত সময়ে একজন সম্ভাব্য গ্রাহকের কাছে এগুলো ছেড়ে দিয়ে আবার বেসরকারিকরণ করা হবে।’ 

একীভূত হলে ব্যাংকে গ্রাহক আস্থা ফিরে পাবে বলে আশা করেন ব্যাংকাররা। তবে এক্সিম ব্যাংকের দাবি, অন্যদের থেকে তাদের আর্থিক অবস্থা ভালো। এ সিদ্ধান্ত অনেকটা চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের ওপর।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘এই যে পাঁচটা ব্যাংক যার যার নামে তো ভালোই চলতেছে, ভালোই লুটপাট করতেছিল। তাদেরকে কেন আপনি একীভূত করছেন, একীভূত করা হচ্ছে এই ব্যাংকগুলোর যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিতা দূর করার জন্য, ক্ষতি পূরণের জন্য। ক্ষতি হয়েছে জনগণের।’

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, ‘আমাদের এমফিল যে ২৮ শতাংশ ওদের সেটা ৫৮ থেকে ৯৬ শতাংশ। আমাদের কী কারণে, কোন যুক্তিতে, কোন ভিত্তিতে আমাদের একীভূত হওয়ার কথা বললেন আমরা আসলে বুঝতেও পারতেছি না। আমরা কোনো অবস্থাতেই চাই না এক্সিম ব্যাংক তাদের সঙ্গে একীভূত হোক।’ 
 
বিশ্লেষকরা জানান, দুর্বল ব্যাংকগুলো একীভূত করার উদ্যোগ ইতিবাচক। তবে ব্যাংকগুলো নিজেদের সক্ষমতায় ঘুরে দাঁড়াতে পারলে , তা বিবেচনা করা উচিত।  

অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘আমরা গ্রাহকদের সুরক্ষার ব্যবস্থা করব। যেসব গ্রাহকের টাকা এই সব ব্যাংকে আছে তারা যাতে মার না খান। দ্বিতীয় যেটা, কর্মচারীরা যারা আছেন তাদের চাকরি তাড়াতাড়ি হারানোর শঙ্কা নাই।’  

ব্যাংক একীভূত হলে গ্রাহকদের লেনদেনে কোন সমস্যা হবে না, এছাড়া কর্মীরা চাকরি হারাবে না বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। 

উচ্চ সুদ ও করহার এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে অনিশ্চয়তায় দেশে কমছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ। গত অর্থবছরের ১০ মাসে এফডিআই এসেছে ৯১ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৬ কোটি...
দীর্ঘ আড়াই মাস পর ঢাকার শেয়ার বাজারে সূচক ৫ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান সূচক বেড়েছে ৫৩ পয়ন্টে। লেনদেনও প্রায় ৭০০ কোট ঘর ছুঁই ছুই। এসময় শেয়ারদর বেড়েছে প্রায় ৬৮...
আইএমএফ-বিশ্বব্যাংকের চাপে নয়, বরং নিজেদের স্বার্থে যৌক্তিক সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে মানসম্মত অডিট প্রতিবেদন জরুরি। আজ...
বহিষ্কার, বাধ্যতামূলক অবসর ও দুদক আতঙ্কের মধ্যে গণক্ষমা চাইলেন এনবিআরের আন্দোলনকারীরা। অনেক সিদ্ধান্ত এনবিআর চেয়ারম্যানের হাতে না থাকলেও, মঙ্গলবার এনবিআরে ক্ষমা চেয়ে দেখা করেছেন তারা। তাদের দাবি,...
সরকারি চাকরি আইন অনুযায়ী ২৫ বছরের চাকরিজীবন পূর্ণ হওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার  রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক...
ভারতের মুম্বাইয়ে হিন্দি সিনেমা ‘মালিক’–এর সংবাদ সম্মেলনে গিয়ে ভাষা নিয়ে বিতর্কে জড়ালেন জনপ্রিয় বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের পত্রিকা সংবাদ প্রতিদিন-এর...
রান হবে কীভাবে! টি-টোয়েন্টিসুলভ ব্যাটিংই করতে পারল না বাংলাদেশ! ইনিংসে যে সাত ব্যাটসম্যান ক্রিজে নেমেছেন, তাঁদের মধ্যে শুধু ওপেনার পারভেজ হোসেন ইমন (২২ বলে ৩৮) আর শেষদিকে শামিম পাটওয়ারিরই (৫ বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.