দেশে যাত্রা শুরু করেছে ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। মঙ্গলবার রাজধানীতে সেবাটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
এ সময় তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মে কোনো সরকার সহযোগিতা করলে, ব্যাংকিং খাতের ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলেও জানান তিনি।
নিরাপদ ও দ্রুত অর্থনৈতিক লেনদেনের মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে ব্যবহার হচ্ছে ডিজিটাল ওয়ালেট। এবার দেশে প্রথমবারের মতো মাস্টার ও ভিসা কার্ডের সহযোগিতায় সিটি ব্যাংক চালু করলো গুগলের ডিজিটাল সেবা, গুগল পে। এতে স্মার্ট ফোনের মাধ্যমে সহজেই দেশ–বিদেশে লেনদেন করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়লে স্বচ্ছতা নিশ্চিত হবে। এতে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতের পাশাপাশি নগদ অর্থ লেনদেনবিহীন সমাজ গড়ে ওঠে।
ড. আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংকিং খাতকে কোনোভাবেই আগের অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। এমন আর্থিক কাঠামো তৈরি করতে চাচ্ছি যেটা আরও স্থায়ী হবে। একই সাথে অবশ্যই আমরা অন্যদিকে সুশাসন নিশ্চিতের চেষ্টা করছি। আপনারা জানেন, ব্যাংকিং খাতে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে ক্লাসিফিকেশন রুল পুরো পরিবর্তন করে দেওয়া হয়েছে। এটাকে আন্তর্জাতিক মানে আমরা নিয়ে গিয়েছি। আমরা সামনে আরএসআরএস–৯ করতে যাচ্ছি। এটা আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটাকে আধুনিক করবে।’
মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা হবে বলেও জানান গভর্নর। ডলারের দাম প্রসঙ্গে তিনি জানান, টাকার অবমূল্যায়ন রোধে ডলার বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
ড. আহসান এইচ মনসুর বলেন, ‘দুবাই থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না। আমাদের টাকার দাম নির্ণয় হবে এদেশের ব্যাংকিং খাতের ইন্ট্রা ব্যাংক মার্কেটে। আমাদের বাজারে। বাহিরের বাজার থেকে নয়। এই চ্যালেঞ্জটা আমি কিন্তু কয়েকমাস আগেও দিয়েছি আপনাদের মাধ্যমে। এখনও বলছি। আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে অন্যরা সুযোগ নেবে।’
এসময় দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বাংলাদেশকে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।