আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে, রাজনৈতিক অনিশ্চয়তাসহ কয়েকটি কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও খারাপ অবস্থায় রয়েছে। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতি সামনে এগিয়ে যাচ্ছে।
ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ অনুমোদন দেওয়ার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব, বাণিজ্য প্রতিবন্ধকতা বেড়ে যাওয়া এবং ব্যাংক খাতে অব্যাহত চাপের কারণেও বাংলাদেশের অর্থনীতি খারাপ অবস্থানে আছে বলে জানায় আইএমএফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও কিস্তির অর্থ ছাড়ের পর্যালোচনায় বাংলাদেশের পারফরম্যান্স মোটামুটি সন্তোষজনক ছিল। এখন রিজার্ভ পুনর্গঠন এবং মূল্যস্ফীতি কমানোর ওপর জোর দেওয়া উচিত।
আইএমএফের মতে, বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশের লক্ষ্যে পৌঁছাতে হলে টেকসই কাঠামোগত সংস্কার অপরিহার্য।