সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বিদায়ী বছরে বাণিজ্য ঘাটতি ২ হাজার ৩০০ কোটি ডলার

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৬:০৭ পিএম

বিদায়ী অর্থবছর পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৭ হাজার ১১৪ কোটি ডলার। অন্যদিকে, এ সময় প্রায় ৯ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে রপ্তানি আয় এসেছে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের বেশি। এতে বাণিজ্য ঘাটতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০০ কোটি ডলারের বেশি। 

বাংলাদেশ ব্যাংক বলছে, বিনিয়োগের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। এতে ব্যবসায়ীদের আস্থা ফিরে আসবে বলেও আশা করেন কর্মকর্তারা। 

কোটা আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা ও আওয়ামী লীগ সরকারের পতন, সব মিলিয়ে গত অর্থবছরের শুরুতেই হোঁচট খায় ব্যবসা-বাণিজ্য। দাবি আদায়ে শ্রম অসন্তোষ, গ্যাস-বিদ্যুতের সংকট, উচ্চ সুদ হার ও মূল্যস্ফীতির কারণে সংকট আরো বেড়ে যায়। সবশেষ এনবিআরের আন্দোলনে টানা দুই দিন বন্ধ ছিল পণ্য আমদানি-রপ্তানি।

এতো অস্থিরতার মধ্যেও সদ্য বিদায়ী অর্থবছর রপ্তানি আয়ে ৯ ভাগ প্রবৃদ্ধি হয়েছে। যদিও জুনে ঈদের কারণে কারখানাগুলোতে দীর্ঘ ছুটি এবং মাসের শেষে দুই দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় রপ্তানি আয় ৬ শতাংশের বেশি কমেছে। অন্যদিকে, গত অর্থবছর আমদানি ব্যয় পরিশোধ করা হয়েছে ৭ হাজার ১১৪ কোটি ডলার। সব মিলিয়ে অনেকটাই স্থিতিশীল রয়েছে বাণিজ্য পরিস্থিতি।

বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ায় ব্যবসায়ীরাও বিনিয়োগে আগ্রহী হবে। এখন বিনিয়োগের পরিবেশ ব্যবসায়ীদের জন্য ইতিবাচক বলেও মনে করেন এই কর্মকর্তা।  
 
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এই অর্থবছরে আমাদের  ৭১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করা হয়েছে। এটা কিন্তু আমাদের অর্থনীতির বড় সক্ষমতার ধারক। আমরা রিজার্ভ যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হচ্ছি। আবার সরকারের যেগুলো মেগা প্রকল্পের কিস্তি ছিল সেগুলো ব্যাংক পরিশোধ করছে। রাষ্ট্র থেকে যেগুলো ঋণ সেগুলো বাংলাদেশ ব্যাংক পরিশোধ করছে।’

বিশ্লেষকরা বলছেন, ব্যবসা-বাণিজ্যে গতি বাড়াতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নির্বাচনকেন্দ্রিক অনিশ্চয়তা দ্রুত সমাধানের তাগিদ তাদের।

দীর্ঘ আড়াই মাস পর ঢাকার শেয়ার বাজারে সূচক ৫ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান সূচক বেড়েছে ৫৩ পয়ন্টে। লেনদেনও প্রায় ৭০০ কোট ঘর ছুঁই ছুই। এসময় শেয়ারদর বেড়েছে প্রায় ৬৮...
চ্যালেঞ্জের মধ্যেও একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে গত বছরও বিশ্ববাজারে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যদিও এসময় বাজার কমেছে দশমিক ৪৮ শতাংশ। বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে রয়েছে...
বহিষ্কার, বাধ্যতামূলক অবসর ও দুদক আতঙ্কের মধ্যে গণক্ষমা চাইলেন এনবিআরের আন্দোলনকারীরা। অনেক সিদ্ধান্ত এনবিআর চেয়ারম্যানের হাতে না থাকলেও, মঙ্গলবার এনবিআরে ক্ষমা চেয়ে দেখা করেছেন তারা। তাদের দাবি,...
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, তা যদি না কমানো যায়; তাহলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাণিজ্য...
চাঁদপুরের হাজীগঞ্জে বিশেষ অভিযানে সাত কিশোর গ্যাংসহ ১২ জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার সকালে প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর আর্মি ক্যাম্প।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.