বাংলাদেশে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ঋণের সুযোগ বেড়েছে। উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য আগে বিদেশি কোম্পানি ১০০ টাকা বিনিয়োগ করলে ৫০ টাকা ঋণ নিতে পারত। এখন তা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে।
গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে এসব কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উৎপাদন বা সেবা কার্যক্রমে তিন বছরের বেশি সময় ধরে নিয়োজিত বিদেশি কোম্পানিগুলো এই বর্ধিত ঋণ নিতে পারবে। প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা আধুনিকায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবে। তবে, ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণনীতি ও সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলতে হবে।
নতুন নির্দেশনা অনুসারে, ৬০ টাকা ঋণ নিতে হলে প্রতিষ্ঠানকে ৪০ টাকা বিনিয়োগ করতে হবে। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, পুনর্বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই মূলত ঋণের সুযোগ বাড়ানো হয়েছে।