কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে মাশুল বা ফি বাড়ানো সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। গত এপ্রিলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাট ও পাট পণ্য রপ্তানিতে মাশুল বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নিয়ন্ত্রক সংস্থাটি ব্যাংকগুলোকে আগের হারেই মাশুল আদায়ের নির্দেশনা দিয়েছে।
এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি বেল কাঁচা পাট রপ্তানিতে রাজস্ব বাড়িয়ে সাত টাকায় নির্ধারণ করা হয়, যা আগে ছিল দুই টাকা। অর্থাৎ মাশুল বাড়ানো হয় প্রায় সাড়ে তিন গুণ। আর পাটজাত পণ্যের প্রতি ১০০ টাকা রপ্তানি মূল্যের বিপরীতে রাজস্ব ১০ পয়সা থেকে পাঁচ গুণ বাড়িয়ে ৫০ পয়সা করা হয়।
ফলে পাট ও পাটজাত পণ্যে আগের হারেই মাশুল নির্ধারিত থাকছে।
পাট অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, নেপাল, চীনসহ ১৩টি দেশে ১৩ লাখ ৪৪ হাজার ৮৩৫ বেল কাঁচা পাট রপ্তানি হয়েছে।