সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বাজারে সংকট না থাকলেও যে কারণে বাড়ছে চালের দাম

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:৪১ পিএম

কৃষকের হাতে চাল না থাকা, মিলারদের সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের বিপুল মজুদের কারণে চালের বাজার অস্থির হয়ে উঠেছে বলে দাবি খুচরা বিক্রেতা ও কৃষকদের। ফলে বাজারে চালের সংকট না থাকলেও দাম বাড়ছে। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর দুষছে, সরকারের কার্যকর নজরদারির অভাবকে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর বোরো মৌসুমে রেকর্ড ২ কোটি ১৪ লাখ টন চাল উৎপাদন হয়েছে। যা গতবারের চেয়ে ১৫ লাখ টন বেশি। তারপরও বাজারে চালের দাম চড়া।

দাম বেড়ে বাজারে ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকার বেশি দামে। মোটা চাল মিলছে না ৬০ টাকার নিচে। টিসিবির হিসাবে, এক মাসে চালের দাম বেড়েছে সাড়ে ১৫ শতাংশ। চড়া দামের জন্য মিল মালিক আর বড় প্রতিষ্ঠানগুলোকে দুষছেন বিক্রেতারা।

একজন খুচরা বিক্রেতা বলেন, ‘এক ঘরে যদি ৬ বা ৭জন মানুষ থাকে, ৩ কেজি চাল লাগে। এখন ১ কেজি যদি ৮০–৯০ টাকা হয় তাহলে কিভাবে খাবে, বলেন? মিলাররা দাম বাড়ালে, বাড়ে। আর যদি ওনারা কিছু কমিয়ে দেয় তাহলে কমবে।’

রাজধানীর চালের বেশি সরবরাহ হয় কুষ্টিয়া ও নাওগাঁ অঞ্চল থেকে। এখানকার কৃষকরা বলছেন, সব চাল মজুদ করেছে মিলাররা। তবে এসব অভিযোগ অস্বীকার করে কর্পোরেট প্রতিষ্ঠানের ওপর দায় চাপাচ্ছেন মিল মালিকরা।

একজন কৃষক বলেন, ‘আমার জানা মতে কোনো কৃষকের কাছে অবশিষ্ট ধান নেই। বা কৃষক আসলে মজুদ করে না।’

একজন মিল মালিক বলছেন, ‘খাদ্য অধিদপ্তর বা বিভিন্ন সংস্থা যারা আছে, তাদের দায়িত্ব এটাকে মনিটরিং করলেই কার কাছে কি ধান আছে বা না আছে বাজারে, জানা যাবে।’

ভরা মৌসুমেও চালের দাম বেড়ে যাওয়াকে কারসাজি বলছে ভোক্তাদের সংগঠন ক্যাব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি সংস্কার কমিশন গঠনসহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের।

ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, ‘যে যে ধরনের ব্যবসায়ী তার সেই ব্যবসাই করা উচিত। এগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ব্যবসায় সুশাসন কঠিন হবে। আমরা যারা ভোক্তা প্রতিনিয়ত প্রতারিত হবো।’

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সরকারি গুদামে চালের মজুদ সাড়ে ১৩ লাখ ৮২ হাজার টন।

উচ্চ সুদ ও করহার এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে অনিশ্চয়তায় দেশে কমছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ। গত অর্থবছরের ১০ মাসে এফডিআই এসেছে ৯১ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৬ কোটি...
চ্যালেঞ্জের মধ্যেও একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে গত বছরও বিশ্ববাজারে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যদিও এসময় বাজার কমেছে দশমিক ৪৮ শতাংশ। বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে রয়েছে...
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, তা যদি না কমানো যায়; তাহলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাণিজ্য...
গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়েছে। এর মধ্য দিয়ে ২৭ মাস পর প্রথমবারের মতো মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামল। আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ...
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.