সেকশন

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

অনিয়ম-দুর্নীতিতে সংকটে ব্যাংক বহির্ভূত আর্থিক খাত

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৮:১৩ পিএম

জালিয়াতি ও দুর্নীতির কারণে বেড়েই চলেছে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ। বিতরণ করা ঋণের ৩৫ শতাংশের বেশি খেলাপি। তাই, ব্যাংকের মতো, দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, শুধু সংখ্যা কমিয়ে আনা নয়, ঋণ দেওয়ায় অনিয়মের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দুরবস্থা নতুন নয়। পি কে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে অনিয়ম করেছে, পুরো খাত এখনও তার জের টানছে। পি কে হালদারের মালিকানা ও ব্যবস্থাপনায় ছিল, এমন কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে খেলাপির হার সবচেয়ে বেশি। পাশাপাশি অনিয়ম-দুর্নীতির কারণে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও খেলাপি ঋণ বেড়েই চলেছে।

অন্তত ১৫ থেকে ২০ টি আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা চরম নাজুক। বাংলাদেশ ব্যাংকের হিসেবে, মার্চ শেষে আর্থিক প্রতিষ্ঠানে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮৯ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩৫ শতাংশের বেশি। তিন মাসের ব্যবধানে বেড়েছে ২ হাজার ১০০ কোটি টাকা। এমন অবস্থায় আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যেভাবে ব্যাংকগুলোকে তাদের ক্রাইসিস থেকে উত্তোরণ করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে, একই ভাবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে সচল করা যায় সেই উদ্যোগ নিবে। যদি সেটা করা না যায় তাহলে তার ব্যাপারে হয়তো চরম সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। ওই উদ্যোগ বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে।’  
 
দেশের ৩৫ টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২২টি প্রতিষ্ঠান পুনর্গঠনের চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। যদিও অনেক প্রতিষ্ঠান একদিকে যেমন আমানতকারীর অর্থ ফেরত দিতে পারছে না, তেমনি নতুন আমানত সংগ্রহেও ব্যর্থ হচ্ছে। 

অর্থনীতিবিদ ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ‘নন-ব্যাংকগুলো করছে, মানুষের কাছ থেকে কিছু ফিক্সড ডিপোজিট নিয়েছে বা বিভিন্ন জায়গাগুলো থেকে ধার করেছে। যেহেতু নতুন করে ব্যাংকের লাইসেন্স পাচ্ছে না, ওই লোকগুলো টাকা গুলো মারার জন্য এই কাজটা করছে। সুতরাং এদের উদ্দ্যোশ্যই তো খারাপ ছিল। আমার মতে এসব প্রতিষ্ঠান বন্ধই করে দেওয়া উচিৎ। কারণ এদের কোনো দরকার নেই।’

বিশ্লেষকদের মতে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়মের দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। খেলাপিদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংককে আরও কঠোর হওয়ার তাগিদ তাদের।

দেশের স্টার্টআপ উদ্যোক্তাদের উন্নয়নে নতুন তহবিল করা হলেও তা বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। উদ্যোক্তারা বলছেন, বিভিন্ন শর্ত থাকায় এই উদ্যোগ নতুন ও ছোট ব্যবসায়ীদের জন্য সুফল...
বর্ষার শুরুতেই সবজিসহ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি বাড়ছে। এখনো বেশ চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। দুই সপ্তাহের ব্যবধানে ২০০ টাকার মতো দাম বেড়েছে কাঁচা মরিচের। এ ছাড়া শসা, টমেটোসহ দাম বাড়তি...
তুলা আমদানির ওপর আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সুবিধা পাবে পোশাক খাতের বেশ কিছু পণ্য। বৃহস্পতিবার এনবিআরের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
ঊর্ধ্বমুখী ধারায় ফেরার পাশাপাশি ঢাকার শেয়ার বাজারে লেনদেনের গতিও বাড়তে দেখ যাচ্ছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে আট মাস পর লেনদন ছাড়িয়েছে সাড়ে ৭০০ কোটি টাকার বেশি। শেয়ারদর বেড়েছে ৩৮...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও হুমকি দিয়েছেন যে, ব্রিকস গ্রুপের দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর তিনি ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি বলেন, যদি এই দেশগুলো প্রকৃত...
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল আফগানিস্তান। ওই সময় খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের...
শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ শনিবার সকাল শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা। পরিবেশন হচ্ছে হামদ ও নাত। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। 
অ্যাক্রোফোবিয়া হলো উচ্চতা বা উঁচু জায়গার প্রতি তীব্র এবং অযৌক্তিক ভয়। এটি শুধু পাহাড়, উঁচু ভবন বা ছাদে ওঠার সময় নয়, এমনকি কখনও কখনও সিঁড়ি বেয়ে ওঠার সময়ও ঘটতে পারে। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.