প্রকাশ : ০২ মার্চ ২০১৮, ০৬:০৩ পিএমআপডেট : ০২ মার্চ ২০১৮, ০৬:০৪ পিএম
ডলার
গত আট মাসে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৪ ভাগের বেশি। পাশাপাশি কমছে হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ। এসবের প্রভাবে ফেব্রুয়ারিতেও বেড়েছে রেমিট্যান্স। গত মাসে দেশে ১১৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি অব্যাহত থাকলে রেমিট্যান্স আরো বাড়বে।
গত দুই অর্থবছর টানা কমছিল রেমিট্যান্স প্রবাহ। গত অর্থবছর সাড়ে ১৪ শতাংশ কমে, ১ হাজার ২৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।
রেমিট্যান্স কমতে থাকায় নড়েচড়ে বসে সরকার। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে দেখা যায়, মোবাইল ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে সহজে সুবিধাভোগীর কাছে অর্থ পৌঁছে দিচ্ছে হুন্ডিকারবারীরা। এরপরই মোবাইল ব্যাংকিংয়ে হুন্ডি রোধসহ রেমিট্যান্স বাড়াতে নানা পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক।
এসব পদক্ষেপের পর চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। অর্থবছরের আট মাসে ৯৪৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে ১৬ ভাগ বেশি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিও একটি কারণ, বলছেন বিশ্লেষকরা।
অবৈধ পথে রেমিট্যান্স পাঠানো বন্ধে বাংলাদেশ ব্যাংক সচেষ্ট আছে। অর্থবছর শেষে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৬ ভাগ ছাড়িয়ে যাবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
আগামী ৭ এপ্রিল দেশে শুরু হবে ৩ দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী...
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এক বছরে এ হিসাবে জমা টাকা বেড়েছে ১২০ কোটি টাকা বা ২ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে কৃষক ও তৈরি পোশাক শ্রমিকদের ব্যাংক হিসাব ও আমানত সবচেয়ে বেশি।
এপ্রিলে আবারও বাড়তে পারে উড়োজাহাজ ভাড়া। কিছু ট্রাভেল এজেন্ট-এয়ারলাইনস সরকারি নির্দেশনা না মানায় তৈরি হয়েছে এই শঙ্কা। এর আগে, পাসপোর্টের বিপরীতে বুকিংয়ের বাধ্যবাধকতায় কমে মজুতদারি, এতে টিকিটের দামও...
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে সুষ্ঠুভাবে উত্তরণ নিশ্চিত করার জন্য যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আশুলিয়ায় মহাসড়কের জমি ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দখলদারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় অবৈধ দখলদাররা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে...
ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কিরাত প্রতিযোগিতা। সকালে উপজেলার চাপালি জামে মসজিদ প্রাঙ্গণে কুরআন পাঠ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব...
ঈদযাত্রা যানজটমুক্ত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১০৫ কিলোমিটার এলাকায় নিয়োজিত থাকবে স্বেচ্ছাসেবী, কমিউনিটি পুলিশিং সদস্য ও রোভার স্কাউট সদস্যরা।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের...
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১১৫ কোটি ডলার
গত দুই অর্থবছর টানা কমছিল রেমিট্যান্স প্রবাহ। গত অর্থবছর সাড়ে ১৪ শতাংশ কমে, ১ হাজার ২৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।
রেমিট্যান্স কমতে থাকায় নড়েচড়ে বসে সরকার। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে দেখা যায়, মোবাইল ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে সহজে সুবিধাভোগীর কাছে অর্থ পৌঁছে দিচ্ছে হুন্ডিকারবারীরা। এরপরই মোবাইল ব্যাংকিংয়ে হুন্ডি রোধসহ রেমিট্যান্স বাড়াতে নানা পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক।
এসব পদক্ষেপের পর চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। অর্থবছরের আট মাসে ৯৪৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে ১৬ ভাগ বেশি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিও একটি কারণ, বলছেন বিশ্লেষকরা।
অবৈধ পথে রেমিট্যান্স পাঠানো বন্ধে বাংলাদেশ ব্যাংক সচেষ্ট আছে। অর্থবছর শেষে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৬ ভাগ ছাড়িয়ে যাবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
রেমিটেন্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। সবশেষ হিসেবে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৩৩ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
/এমআর/